টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে এক ‘অসুস্থ’ যুবককে (৩৫) ফেলে রেখে একটি যাত্রীবাহী বাস পালিয়ে গেছে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন বাসচালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানায় বাসের লোকজন। এ তথ্য নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার।
প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস থেকে ওই যুবককে অচেতন অবস্থায় ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে নামিয়ে রাখে। এ সময় আলিম নামে এক রিকশাচালক বাসের হেলপারের কাছে জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানানো হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
রিকশাচালক আলিম জানান, ওই যুবককে রাস্তার পাশে শুইয়ে রেখে বাসটি দ্রুত জামালপুরের দিকে চলে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত ও বাসটিও শনাক্তের চেষ্টা চলছে।’
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা বাস মালিক ও শ্রমিক সমিতির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘রোববার বাসের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘাটাইলে নামায় বাসচালক ও সহযোগীরা। এরপর এক রিকশাচালককে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে তারা চলে আসেন বলে জানতে পেরেছি। এর বাইরে আমরা কিছু জানতে পারিনি।’
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক ও সহযোগীকে আটক করা হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না। বাসটি জব্দের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে এক ‘অসুস্থ’ যুবককে (৩৫) ফেলে রেখে একটি যাত্রীবাহী বাস পালিয়ে গেছে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন বাসচালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানায় বাসের লোকজন। এ তথ্য নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার।
প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস থেকে ওই যুবককে অচেতন অবস্থায় ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে নামিয়ে রাখে। এ সময় আলিম নামে এক রিকশাচালক বাসের হেলপারের কাছে জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানানো হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
রিকশাচালক আলিম জানান, ওই যুবককে রাস্তার পাশে শুইয়ে রেখে বাসটি দ্রুত জামালপুরের দিকে চলে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত ও বাসটিও শনাক্তের চেষ্টা চলছে।’
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা বাস মালিক ও শ্রমিক সমিতির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘রোববার বাসের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘাটাইলে নামায় বাসচালক ও সহযোগীরা। এরপর এক রিকশাচালককে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে তারা চলে আসেন বলে জানতে পেরেছি। এর বাইরে আমরা কিছু জানতে পারিনি।’
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক ও সহযোগীকে আটক করা হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না। বাসটি জব্দের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১১ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১৪ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
২৬ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে