Ajker Patrika

ভালো মানুষ না হলে বিএনপির সঙ্গে থাকতে পারবেন না: আবুল কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভালো মানুষ না হলে বিএনপির সঙ্গে থাকতে পারবেন না: আবুল কালাম
মির্জাপুরে বিএনপি পরিবারের কর্মশালা। ছবি: আজকের পত্রিকা

ভালো মানুষ না হলে বিএনপির সঙ্গে থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত থাকতে হলে প্রত্যেক নেতা-কর্মীকে সাধারণ মানুষের কাছে ভালো মানুষ হতে হবে। তা না হলে কেউ এই দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। কাউকে দলীয় কিংবা রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত রাখা হবে না। যদি কেউ এর ব্যত্যয় ঘটান, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, সাবেক ভিপি মো. আজম মৃধা, সিঙ্গাপুর বিএনপির নেতা লাভলু রহমান মৃধা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম মৃধা, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, মিনহাজ মিয়া ও শহিদুর রহমান সিদ্দিকী, যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা জীবন, বিএনপির নেতা সোহাগ মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিক, ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওয়াজেদ মৃধা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত