হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪ শিশুকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার তার ছিঁড়ে ফেলায় তাদেরকে বেঁধে পরিবার থেকে জরিমানা নেওয়া হয়েছে বলেও জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার দুই শিশুর মামা মো. শামীম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমি কাজীর বাজারে আমার নিজের দোকানে বসে ছিলাম। হঠাৎ আমার প্রতিবন্ধী বোন এসে আমাকে জানায় তাঁর দুই ছেলেকে ধরে নিয়ে গেছে। পরে আমি দোকান থেকে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বেশ কয়েকজন আমার বোনের দুই ছেলে ৬ বছর ও ৭ বছর বয়সী শিশু এবং একই গ্রামের আরও ৭ এবং ৮ বছরের দুই শিশুকে হাতে রশি দিয়ে সিএনজির সঙ্গে বেঁধে রেখেছে।’
তিনি আরও বলেন, ‘শিশুদের কেন বেঁধে রাখা হয়েছে, প্রশ্ন করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে আক্তারসহ কয়েকজন আমার ওপর চড়াও হয়ে ভিডিও কেটে ফেলতে বাধ্য করেন।’
আসাদ আলী সর্দার নামে স্থানীয় এক ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ‘শিশুরা সিএনজির স্টিয়ারিংয়ের তার ছিঁড়ে ফেলায় তাদেরকে হাতে রশি দিয়ে বেঁধে আটক করা হয়। পরে আমি এসে শিশুদের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।’
এ বিষয়ে মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটা জেনেছি। মাধবপুর থানায় এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে এবং শিশুদের প্রাথমিক কোনো চিকিৎসার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। শিশুরা যাতে করে পরবর্তীতে কোনো প্রকার আইনের আওতায় না আসে, বা আইনি ঝামেলায় না পড়ে সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে কাশিমনগর ফাঁড়ির ইনচার্জকে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুরা আক্তার মিয়ার সিএনজিচালিত অটোরিকশা নষ্ট করায় তাদেরকে হাতে বেঁধে আটকে রাখে। যা অবশ্যই একটি অপরাধ। ঘটনার পর থেকেই ওই অটোরিকশার চালক আক্তার পলাতক। আমরা অপরাধীকে আটকের চেষ্টা চালাচ্ছি।’

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪ শিশুকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই অটোরিকশার তার ছিঁড়ে ফেলায় তাদেরকে বেঁধে পরিবার থেকে জরিমানা নেওয়া হয়েছে বলেও জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার দুই শিশুর মামা মো. শামীম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমি কাজীর বাজারে আমার নিজের দোকানে বসে ছিলাম। হঠাৎ আমার প্রতিবন্ধী বোন এসে আমাকে জানায় তাঁর দুই ছেলেকে ধরে নিয়ে গেছে। পরে আমি দোকান থেকে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বেশ কয়েকজন আমার বোনের দুই ছেলে ৬ বছর ও ৭ বছর বয়সী শিশু এবং একই গ্রামের আরও ৭ এবং ৮ বছরের দুই শিশুকে হাতে রশি দিয়ে সিএনজির সঙ্গে বেঁধে রেখেছে।’
তিনি আরও বলেন, ‘শিশুদের কেন বেঁধে রাখা হয়েছে, প্রশ্ন করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে আক্তারসহ কয়েকজন আমার ওপর চড়াও হয়ে ভিডিও কেটে ফেলতে বাধ্য করেন।’
আসাদ আলী সর্দার নামে স্থানীয় এক ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ‘শিশুরা সিএনজির স্টিয়ারিংয়ের তার ছিঁড়ে ফেলায় তাদেরকে হাতে রশি দিয়ে বেঁধে আটক করা হয়। পরে আমি এসে শিশুদের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।’
এ বিষয়ে মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটা জেনেছি। মাধবপুর থানায় এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে এবং শিশুদের প্রাথমিক কোনো চিকিৎসার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। শিশুরা যাতে করে পরবর্তীতে কোনো প্রকার আইনের আওতায় না আসে, বা আইনি ঝামেলায় না পড়ে সে ব্যাপারে আমরা সতর্ক আছি।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে কাশিমনগর ফাঁড়ির ইনচার্জকে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুরা আক্তার মিয়ার সিএনজিচালিত অটোরিকশা নষ্ট করায় তাদেরকে হাতে বেঁধে আটকে রাখে। যা অবশ্যই একটি অপরাধ। ঘটনার পর থেকেই ওই অটোরিকশার চালক আক্তার পলাতক। আমরা অপরাধীকে আটকের চেষ্টা চালাচ্ছি।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২৮ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
৩৩ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে