হবিগঞ্জ প্রতিনিধি

এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জেরে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে পুলিশ আটক করে। আটকেরা পরীক্ষার্থী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জের পৌরশহরের মাছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা সবাই এইচএসসি পরীক্ষার্থী।
উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের হরিলাল দাসের ছেলে অরুপ দাস (২০) ও সংঘর্ষ থামাতে গিয়ে চা-বিক্রেতা নুর আলম (৩৫) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসক দেওয়া হয়।
আজ বুধবার সকালে উপজেলার বদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তি করলে আটকদের ছাড়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়ানগর গ্রামের মনিন্দ্র দাসের ছেলে শিক্ষার্থী রাসেল দাস এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওই মেয়েটি সম্পর্কে সাজু তালুকদারের আত্মীয়। ওই মেয়ের আইডি সাজুর মোবাইলে লগইন ছিল। এতে বিষয়টি সাজু জানতে পারে। পরে মেসেঞ্জারে রাসেলকে গালি দেন। পরে পৌরশহরের মাছ বাজার এলাকায় সাজুর সঙ্গে রাসেলের কথা-কাটাকাটি হয়। এ সময় সাজুর সঙ্গে থাকা তিন বন্ধুসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে গিয়ে চা-বিক্রেতা নুর আলমসহ সাজুর সঙ্গে থাকা অরুপ দাস আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে সাজুসহ তাঁর দুই বন্ধুকে আটক করে। এ সময় রাসেল পালিয়ে যান।
আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ভুপেন্দ্র বর্মন জানান, আটক তিনজন এইচএসসি পরীক্ষার্থী। বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে মুচলেকা দেওয়ায় তাঁদের ছাড়া হয়।
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জেরে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে পুলিশ আটক করে। আটকেরা পরীক্ষার্থী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জের পৌরশহরের মাছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা সবাই এইচএসসি পরীক্ষার্থী।
উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের হরিলাল দাসের ছেলে অরুপ দাস (২০) ও সংঘর্ষ থামাতে গিয়ে চা-বিক্রেতা নুর আলম (৩৫) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসক দেওয়া হয়।
আজ বুধবার সকালে উপজেলার বদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তি করলে আটকদের ছাড়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়ানগর গ্রামের মনিন্দ্র দাসের ছেলে শিক্ষার্থী রাসেল দাস এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওই মেয়েটি সম্পর্কে সাজু তালুকদারের আত্মীয়। ওই মেয়ের আইডি সাজুর মোবাইলে লগইন ছিল। এতে বিষয়টি সাজু জানতে পারে। পরে মেসেঞ্জারে রাসেলকে গালি দেন। পরে পৌরশহরের মাছ বাজার এলাকায় সাজুর সঙ্গে রাসেলের কথা-কাটাকাটি হয়। এ সময় সাজুর সঙ্গে থাকা তিন বন্ধুসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে গিয়ে চা-বিক্রেতা নুর আলমসহ সাজুর সঙ্গে থাকা অরুপ দাস আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে সাজুসহ তাঁর দুই বন্ধুকে আটক করে। এ সময় রাসেল পালিয়ে যান।
আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ভুপেন্দ্র বর্মন জানান, আটক তিনজন এইচএসসি পরীক্ষার্থী। বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে মুচলেকা দেওয়ায় তাঁদের ছাড়া হয়।
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে