হবিগঞ্জ প্রতিনিধি

এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জেরে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে পুলিশ আটক করে। আটকেরা পরীক্ষার্থী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জের পৌরশহরের মাছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা সবাই এইচএসসি পরীক্ষার্থী।
উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের হরিলাল দাসের ছেলে অরুপ দাস (২০) ও সংঘর্ষ থামাতে গিয়ে চা-বিক্রেতা নুর আলম (৩৫) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসক দেওয়া হয়।
আজ বুধবার সকালে উপজেলার বদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তি করলে আটকদের ছাড়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়ানগর গ্রামের মনিন্দ্র দাসের ছেলে শিক্ষার্থী রাসেল দাস এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওই মেয়েটি সম্পর্কে সাজু তালুকদারের আত্মীয়। ওই মেয়ের আইডি সাজুর মোবাইলে লগইন ছিল। এতে বিষয়টি সাজু জানতে পারে। পরে মেসেঞ্জারে রাসেলকে গালি দেন। পরে পৌরশহরের মাছ বাজার এলাকায় সাজুর সঙ্গে রাসেলের কথা-কাটাকাটি হয়। এ সময় সাজুর সঙ্গে থাকা তিন বন্ধুসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে গিয়ে চা-বিক্রেতা নুর আলমসহ সাজুর সঙ্গে থাকা অরুপ দাস আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে সাজুসহ তাঁর দুই বন্ধুকে আটক করে। এ সময় রাসেল পালিয়ে যান।
আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ভুপেন্দ্র বর্মন জানান, আটক তিনজন এইচএসসি পরীক্ষার্থী। বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে মুচলেকা দেওয়ায় তাঁদের ছাড়া হয়।
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জেরে সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে পুলিশ আটক করে। আটকেরা পরীক্ষার্থী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জের পৌরশহরের মাছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁরা সবাই এইচএসসি পরীক্ষার্থী।
উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের হরিলাল দাসের ছেলে অরুপ দাস (২০) ও সংঘর্ষ থামাতে গিয়ে চা-বিক্রেতা নুর আলম (৩৫) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসক দেওয়া হয়।
আজ বুধবার সকালে উপজেলার বদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তি করলে আটকদের ছাড়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়ানগর গ্রামের মনিন্দ্র দাসের ছেলে শিক্ষার্থী রাসেল দাস এক মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ওই মেয়েটি সম্পর্কে সাজু তালুকদারের আত্মীয়। ওই মেয়ের আইডি সাজুর মোবাইলে লগইন ছিল। এতে বিষয়টি সাজু জানতে পারে। পরে মেসেঞ্জারে রাসেলকে গালি দেন। পরে পৌরশহরের মাছ বাজার এলাকায় সাজুর সঙ্গে রাসেলের কথা-কাটাকাটি হয়। এ সময় সাজুর সঙ্গে থাকা তিন বন্ধুসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে গিয়ে চা-বিক্রেতা নুর আলমসহ সাজুর সঙ্গে থাকা অরুপ দাস আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এলে সাজুসহ তাঁর দুই বন্ধুকে আটক করে। এ সময় রাসেল পালিয়ে যান।
আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ভুপেন্দ্র বর্মন জানান, আটক তিনজন এইচএসসি পরীক্ষার্থী। বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তি করবেন বলে মুচলেকা দেওয়ায় তাঁদের ছাড়া হয়।
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে উভয় পক্ষের সম্মতিতে সালিসে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে