
মৌলভীবাজারের কমলগঞ্জে সাঁওতালদের ঐতিহ্যবাহী সোহরাই উৎসব উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল সাঁওতালপল্লির মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। মণিপুরি ললিতকলা একাডেমি এ উৎসবের আয়োজন করে।
একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মণিপুরি সমাজকল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী সদস্য, লেখক-গবেষক আহমেদ সিরাজ, শিক্ষক অঞ্জনা সিনহা, গবেষক প্রভাষক দীপঙ্কর শীল, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়।
উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন পল্লির ক্ষুদ্র নৃগোষ্ঠীর চারটি নৃত্য দল প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় তারা নিজ সংস্কৃতির গান ও নাচ পরিবেশন করে। এ সময় নিজস্ব সংস্কৃতির নৃত্য উপভোগ করতে অনুষ্ঠানস্থলে ছুটে আসে হাজারো মানুষ। এতে মিলনমেলা বসে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর মাঝে। মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সদস্যরা জানান, বাংলাদেশে সাঁওতালদের রয়েছে হাজার বছরের ঐতিহ্যে লালিত নিজস্ব সংস্কৃতি। নানা প্রতিকূল পরিস্থিতিতেও তারা উৎসব-অনুষ্ঠান পালন করে আসছে। দারিদ্র্যের কারণে সাঁওতাল সংস্কৃতি আজ প্রায় হারিয়ে যাচ্ছে। তবু তারা মাদলের বাদ্য আর সাঁওতাল নৃত্যে নিজেদের অস্তিত টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন।
এসব উৎসবের মধ্য অন্যতম হলো সোহরাই। এ উৎসবটি মূলত ধনসম্পত্তি ও গরু-বাছুর বৃদ্ধির জন্য পালন করা হয়। প্রতিবছর পৌষ মাসে সাঁওতাল গ্রামগুলোতে সোহরাই উৎসবের আয়োজন করা হয়।
সোহরাই উৎসব উপলক্ষে বিবাহিত নারীরা বাবার বাড়ি আসার সুযোগ পান। ফলে সাঁওতাল নারীরা সারা বছর অপেক্ষায় থাকে উৎসবটির জন্য। তবে, সোহরাই উৎসবের কোনো নির্ধারিত দিন বা তারিখ নেই। পৌষ মাসে সাঁওতাল গোত্রপ্রধানের উপস্থিতিতে উৎসবের একটি দিন নির্ধারণ করা হয়। সেই নির্ধারিত দিন থেকে পরবর্তী সাত দিন চলে এই সোহরাই উৎসব।

মৌলভীবাজারের কমলগঞ্জে সাঁওতালদের ঐতিহ্যবাহী সোহরাই উৎসব উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল সাঁওতালপল্লির মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। মণিপুরি ললিতকলা একাডেমি এ উৎসবের আয়োজন করে।
একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মণিপুরি সমাজকল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী সদস্য, লেখক-গবেষক আহমেদ সিরাজ, শিক্ষক অঞ্জনা সিনহা, গবেষক প্রভাষক দীপঙ্কর শীল, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়।
উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন পল্লির ক্ষুদ্র নৃগোষ্ঠীর চারটি নৃত্য দল প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় তারা নিজ সংস্কৃতির গান ও নাচ পরিবেশন করে। এ সময় নিজস্ব সংস্কৃতির নৃত্য উপভোগ করতে অনুষ্ঠানস্থলে ছুটে আসে হাজারো মানুষ। এতে মিলনমেলা বসে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর মাঝে। মাঠজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সদস্যরা জানান, বাংলাদেশে সাঁওতালদের রয়েছে হাজার বছরের ঐতিহ্যে লালিত নিজস্ব সংস্কৃতি। নানা প্রতিকূল পরিস্থিতিতেও তারা উৎসব-অনুষ্ঠান পালন করে আসছে। দারিদ্র্যের কারণে সাঁওতাল সংস্কৃতি আজ প্রায় হারিয়ে যাচ্ছে। তবু তারা মাদলের বাদ্য আর সাঁওতাল নৃত্যে নিজেদের অস্তিত টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন।
এসব উৎসবের মধ্য অন্যতম হলো সোহরাই। এ উৎসবটি মূলত ধনসম্পত্তি ও গরু-বাছুর বৃদ্ধির জন্য পালন করা হয়। প্রতিবছর পৌষ মাসে সাঁওতাল গ্রামগুলোতে সোহরাই উৎসবের আয়োজন করা হয়।
সোহরাই উৎসব উপলক্ষে বিবাহিত নারীরা বাবার বাড়ি আসার সুযোগ পান। ফলে সাঁওতাল নারীরা সারা বছর অপেক্ষায় থাকে উৎসবটির জন্য। তবে, সোহরাই উৎসবের কোনো নির্ধারিত দিন বা তারিখ নেই। পৌষ মাসে সাঁওতাল গোত্রপ্রধানের উপস্থিতিতে উৎসবের একটি দিন নির্ধারণ করা হয়। সেই নির্ধারিত দিন থেকে পরবর্তী সাত দিন চলে এই সোহরাই উৎসব।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩৪ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩৭ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে