সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের চোরায় মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোশাহিদ (৩৮), শাহ আলম (৩২), মো. সুমন মিয়া (১৯) ও আল আমিন (২৬)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের সোনাফর মিয়ার গ্যারেজের দরজার তালা ভেঙে মো. সবুজ রানা নামের একজনের অটোরিকশা চুরি হয়।
অটোরিকশা চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে গতকাল দক্ষিণ সুরমা থানা-পুলিশের একটি দল হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অটোরিকশা চোর চক্রের সদস্য মোশাহিদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে মোশাহিদের দেওয়া তথ্যমতে তাঁর সহযোগী শাহ আলমকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া, শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ অভিযান চালিয়ে এই চুরির সঙ্গে জড়িত সুমন ও আল আমিনকে গ্রেপ্তার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিদ্যালয়ের চুরি হওয়া একটি টিভি, একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ১০টি সিলিং ফ্যান, একটি গ্যাস সিলিন্ডার চুলা, একটি পানির ফিল্টার, ১০টি ব্যাকআপ লাইট, দুটি স্পিকার, শিশুদের খেলনা, একটি সৌর বিদ্যুতের ফ্যান, আটটি জায়নামাজ, ছয় সেট ইউনিফর্মসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার চারজনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাথমিক বিদ্যালয়ের চোরায় মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মোশাহিদ (৩৮), শাহ আলম (৩২), মো. সুমন মিয়া (১৯) ও আল আমিন (২৬)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের সোনাফর মিয়ার গ্যারেজের দরজার তালা ভেঙে মো. সবুজ রানা নামের একজনের অটোরিকশা চুরি হয়।
অটোরিকশা চুরি হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে গতকাল দক্ষিণ সুরমা থানা-পুলিশের একটি দল হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অটোরিকশা চোর চক্রের সদস্য মোশাহিদকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে মোশাহিদের দেওয়া তথ্যমতে তাঁর সহযোগী শাহ আলমকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া, শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় পরদিন দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়। পরে দক্ষিণ সুরমা থানা-পুলিশ অভিযান চালিয়ে এই চুরির সঙ্গে জড়িত সুমন ও আল আমিনকে গ্রেপ্তার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিদ্যালয়ের চুরি হওয়া একটি টিভি, একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর, ১০টি সিলিং ফ্যান, একটি গ্যাস সিলিন্ডার চুলা, একটি পানির ফিল্টার, ১০টি ব্যাকআপ লাইট, দুটি স্পিকার, শিশুদের খেলনা, একটি সৌর বিদ্যুতের ফ্যান, আটটি জায়নামাজ, ছয় সেট ইউনিফর্মসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার চারজনকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে