Ajker Patrika

বছরের শেষ দিন ঘোড়দৌড় প্রতিযোগিতায় মেতেছে দর্শকেরা

নিজস্ব প্রতিবেদক সিলেট 
বছরের শেষ দিন ঘোড়দৌড় প্রতিযোগিতায় মেতেছে দর্শকেরা
সুনামগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জে ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার আলমপুর ফসলের মাঠে এই খেলার আয়োজন করা হয়। বছরের শেষ দিন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন খেলায় আসা হাজারো দর্শক।

আজ মঙ্গলবার সমাপনী দিনে খেলার মাঠে গিয়ে দেখা যায়, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করেছেন হাজারো দর্শক। কমিটির লোকজন জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে ১৭৫টি ঘোড়া খেলায় অংশ নিয়েছে। খেলায় পুরস্কার হিসেবে রয়েছে টিভি, খাসি, ছাতা, কলস ইত্যাদি।

খেলায় আসা ঘোড়ার রয়েছে বিভিন্ন নাম; এর মধ্যে আছে বাদশা, হিরো আলম, জায়েদ খান, রকি মাস্তান, খান বাহাদুর।

এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় আলমপুর গ্রামের শৌখিন যুবক, মুরব্বিরা। আলমপুর গ্রামের শামসুল কাদির মিসবাহ বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।

সুনামগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

আয়োজক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতি বছর খেলার আয়োজন করে থাকি আমরা। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলার আয়োজন করব।’

প্রতিযোগিতাকে ঘিরে আলমপুর মাঠে বসে অসংখ্য দোকানপাট। শিশুদের জন্য ছিল খেলনার দোকান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত