নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি স্থানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) রাত ১০টার দিকে নগরের দাড়িয়াপাড়া, হাউজিং এস্টেট ও সুবিধবাজার এলাকায় এসব ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন।
ওসি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানেও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
তিনি জানান, তিনটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে ও দুজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতারা জানান, কয়েক দিন ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। এরই জের ধরে রাত ৮টার দিকে সুবিদবাজার এলাকায় দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। নগরের আম্বরখানা হাউজিং এস্টেট ২ নং রোডে নাঈম আহমদ গ্রুপের কয়েকজন কর্মী–সমর্থক রাহেল সিরাজ গ্রুপের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে এবং সেটি জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেখানে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, জেলা ও মহানগরের সভাপতি–সাধারণ সম্পাদক চারজনই পূর্ণাঙ্গ কমিটির জন্য ঢাকায় অবস্থান করছেন। তাঁরা বিষয়টি শুনে সিনিয়র নেতাদের পাঠিয়েছেন। জুনিয়ররা কেন, কী কারণে মারামারি করছে সেটি তাঁরা জানতে পারেননি।

সিলেট নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি স্থানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) রাত ১০টার দিকে নগরের দাড়িয়াপাড়া, হাউজিং এস্টেট ও সুবিধবাজার এলাকায় এসব ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন।
ওসি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানেও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
তিনি জানান, তিনটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে ও দুজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতারা জানান, কয়েক দিন ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। এরই জের ধরে রাত ৮টার দিকে সুবিদবাজার এলাকায় দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। নগরের আম্বরখানা হাউজিং এস্টেট ২ নং রোডে নাঈম আহমদ গ্রুপের কয়েকজন কর্মী–সমর্থক রাহেল সিরাজ গ্রুপের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালায়। এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে এবং সেটি জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেখানে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, জেলা ও মহানগরের সভাপতি–সাধারণ সম্পাদক চারজনই পূর্ণাঙ্গ কমিটির জন্য ঢাকায় অবস্থান করছেন। তাঁরা বিষয়টি শুনে সিনিয়র নেতাদের পাঠিয়েছেন। জুনিয়ররা কেন, কী কারণে মারামারি করছে সেটি তাঁরা জানতে পারেননি।

পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
৬ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘অপহরণ ও গুমের’ শিকার এক গরু ব্যবসায়ীর লাশ পদ্মা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মিডিল চর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই স্থানটি রাজশাহীর গোদাগাড়ী থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে।
১৪ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতের পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।
৩৪ মিনিট আগে