নিজস্ব প্রতিবেদক, সিলেট
সাত দিন ধরে নিখোঁজ সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
‘স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেট’–এর ব্যানারে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এর আগে, ২৭ জানুয়ারি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকস ছুটির পর স্কুলের প্রধান ফটক থেকে নিখোঁজ রয়েছে। সৈয়দ তাহসিন বকস সিলেট নগরের খাসদবীর এলাকার জুয়েল বকসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তিন মাস ধরে তাহসিনের মা-বাবার বনিবনা হচ্ছে না। তাঁরা পৃথক থাকছেন। জুয়েল বকস থানায় ছেলে নিখোঁজের জিডি করে স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকানোয় জোর দিচ্ছেন। আর স্ত্রী বলছেন, তিন মাস ধরে ছেলে-মেয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নাই। তাঁদের ছেলে-মেয়ে তিনজনই বাবার কাছে রয়েছে। স্ত্রী সুনামগঞ্জের ছাতকে বাবার বাড়িতে রয়েছেন।
মানববন্ধনে বক্তারা সৈয়দ তাহসিন বকসকে অপহরণে জড়িতদের দ্রুত আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানান। পাশাপাশি আন্দোলনকারীরা বিমানবন্দর থানা-পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বিমানবন্দর থানা-পুলিশের কাছে হারানোর সাধারণ ডায়েরি হয়েছে সেটা তদন্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সভাপতি তরিকুল ইসলাম আহসান এতে সভাপতিত্ব করেন। সিনিয়র যুগ্ম মহাসচিব ইমন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মো. রেজাউল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম হাসান, যুগ্ম মহাসচিব মুহাইমিনুল ইসলাম আরাফ, ভাইস চেয়ারম্যান শাহান আলী তারিফ, সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদুর রহমান মাহদী, দেওয়ান ফাহমিদ বকসসহ স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সব শিক্ষার্থী ও সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বাবার পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
সাত দিন ধরে নিখোঁজ সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
‘স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেট’–এর ব্যানারে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এর আগে, ২৭ জানুয়ারি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকস ছুটির পর স্কুলের প্রধান ফটক থেকে নিখোঁজ রয়েছে। সৈয়দ তাহসিন বকস সিলেট নগরের খাসদবীর এলাকার জুয়েল বকসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তিন মাস ধরে তাহসিনের মা-বাবার বনিবনা হচ্ছে না। তাঁরা পৃথক থাকছেন। জুয়েল বকস থানায় ছেলে নিখোঁজের জিডি করে স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকানোয় জোর দিচ্ছেন। আর স্ত্রী বলছেন, তিন মাস ধরে ছেলে-মেয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নাই। তাঁদের ছেলে-মেয়ে তিনজনই বাবার কাছে রয়েছে। স্ত্রী সুনামগঞ্জের ছাতকে বাবার বাড়িতে রয়েছেন।
মানববন্ধনে বক্তারা সৈয়দ তাহসিন বকসকে অপহরণে জড়িতদের দ্রুত আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানান। পাশাপাশি আন্দোলনকারীরা বিমানবন্দর থানা-পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বিমানবন্দর থানা-পুলিশের কাছে হারানোর সাধারণ ডায়েরি হয়েছে সেটা তদন্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সভাপতি তরিকুল ইসলাম আহসান এতে সভাপতিত্ব করেন। সিনিয়র যুগ্ম মহাসচিব ইমন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মো. রেজাউল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম হাসান, যুগ্ম মহাসচিব মুহাইমিনুল ইসলাম আরাফ, ভাইস চেয়ারম্যান শাহান আলী তারিফ, সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদুর রহমান মাহদী, দেওয়ান ফাহমিদ বকসসহ স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সব শিক্ষার্থী ও সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বাবার পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
আওয়ামী লীগ আমলে ২০১০ সালের ডিসেম্বরে টেন্ডার ছাড়াই সরাসরি ৫৩টি তেলবাহী জাহাজকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বহরে যুক্ত করা হয়। চিঠি দিয়ে এক আদেশের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি তেল কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনায় তেল পরিবহনের কাজে অন্তর্ভুক্ত করা হয় সেগুলোকে। এসব জাহাজ আওয়ামী লীগের...
২ ঘণ্টা আগেধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির সামান্য অংশই এখন দাঁড়িয়ে আছে। খননের কাজে ব্যবহৃত বিশাল এক্সকাভেটর ও হাতুড়ি-শাবলের ঘায়ে ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকাল শুক্রবারও নিম্ন আয়ের কিছু মানুষ কংক্রিটের স্তূপ থেকে নিয়ে যাচ্ছিলেন রড, ভাঙা গ্রিলসহ লোহালক্কড়, ইট ও কাঠের অংশ...
৩ ঘণ্টা আগেগাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় হামলা ও ভাঙচুর চালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে অন্তত ২০ জন আহত হয়েছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ফ্যাসিস্ট ইস্যু, বহিরাগতদের হুমকি, নিরাপত্তাহীনতাসহ নানা কারণে আইনজীবীদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এতে নির্বাচন স্থগিত করা হয়। এর মধ্য দিয়ে সমিতির ১৩২ বছরের ইতিহাসে...
৪ ঘণ্টা আগে