Ajker Patrika

সিলেটে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
নিখোঁজ শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা
নিখোঁজ শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

সাত দিন ধরে নিখোঁজ সিলেটের লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

‘স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেট’–এর ব্যানারে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লাক্কাতুরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এর আগে, ২৭ জানুয়ারি সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকস ছুটির পর স্কুলের প্রধান ফটক থেকে নিখোঁজ রয়েছে। সৈয়দ তাহসিন বকস সিলেট নগরের খাসদবীর এলাকার জুয়েল বকসের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তিন মাস ধরে তাহসিনের মা-বাবার বনিবনা হচ্ছে না। তাঁরা পৃথক থাকছেন। জুয়েল বকস থানায় ছেলে নিখোঁজের জিডি করে স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকানোয় জোর দিচ্ছেন। আর স্ত্রী বলছেন, তিন মাস ধরে ছেলে-মেয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নাই। তাঁদের ছেলে-মেয়ে তিনজনই বাবার কাছে রয়েছে। স্ত্রী সুনামগঞ্জের ছাতকে বাবার বাড়িতে রয়েছেন।

মানববন্ধনে বক্তারা সৈয়দ তাহসিন বকসকে অপহরণে জড়িতদের দ্রুত আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি দাবি জানান। পাশাপাশি আন্দোলনকারীরা বিমানবন্দর থানা-পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। বিমানবন্দর থানা-পুলিশের কাছে হারানোর সাধারণ ডায়েরি হয়েছে সেটা তদন্ত করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

নিখোঁজ শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
নিখোঁজ শিক্ষার্থী সৈয়দ তাহসিন বকসের সন্ধান দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সভাপতি তরিকুল ইসলাম আহসান এতে সভাপতিত্ব করেন। সিনিয়র যুগ্ম মহাসচিব ইমন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট স্টুডেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা মো. রেজাউল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরিকুল ইসলাম হাসান, যুগ্ম মহাসচিব মুহাইমিনুল ইসলাম আরাফ, ভাইস চেয়ারম্যান শাহান আলী তারিফ, সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদুর রহমান মাহদী, দেওয়ান ফাহমিদ বকসসহ স্টুডেন্ট অর্গানাইজেশন সিলেটের সব শিক্ষার্থী ও সিলেট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বাবার পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিবিসি বাংলার সমালোচনার পর দুঃখপ্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছুটি না দেওয়ায় চার সহকর্মীকে ছুরিকাঘাত করে সদর্পে হাঁটা দিলেন সরকারি কর্মকর্তা

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি

হাসিনার বক্তব্যে ‘ভারতের দায় নেই’, বাংলাদেশের দূতকে পাল্টা তলব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত