সিলেট প্রতিনিধি

সিলেট বিভাগে এপ্রিল মাসে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ছয়জন মহিলা ও তিনজন শিশু। হতাহতের সংখ্যার দিক দিয়ে যা আগের তিন মাসের চেয়ে বেশি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেটে এবং কম ছিল মৌলভীবাজারে। এর আগে মার্চ মাসে ৩৬ সড়ক দুর্ঘটনায় ৪২ জন নিহত ও আহত হয়েছেন ৯৮ জন।
আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করে।
নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন, দুইটি জাতীয় দৈনিক, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা এ প্রতিবেদন তৈরি করে।
এতে উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৮টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কেই পাঁচটি দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
সুনামগঞ্জে আটটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৮ জন মোটরসাইকেল চালক–আরোহী, ১৪ জন সিএনজি ও লেগুনা চালক–যাত্রী ও ৬ জন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে চারটি দুর্ঘটনায় চারজন, ১৫টি মুখোমুখি সংঘর্ষে ২৩ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

সিলেট বিভাগে এপ্রিল মাসে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ছয়জন মহিলা ও তিনজন শিশু। হতাহতের সংখ্যার দিক দিয়ে যা আগের তিন মাসের চেয়ে বেশি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেটে এবং কম ছিল মৌলভীবাজারে। এর আগে মার্চ মাসে ৩৬ সড়ক দুর্ঘটনায় ৪২ জন নিহত ও আহত হয়েছেন ৯৮ জন।
আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করে।
নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন, দুইটি জাতীয় দৈনিক, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা এ প্রতিবেদন তৈরি করে।
এতে উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৮টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কেই পাঁচটি দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
সুনামগঞ্জে আটটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও নয়জন আহত হয়েছেন।
এতে আরও বলা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৮ জন মোটরসাইকেল চালক–আরোহী, ১৪ জন সিএনজি ও লেগুনা চালক–যাত্রী ও ৬ জন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে চারটি দুর্ঘটনায় চারজন, ১৫টি মুখোমুখি সংঘর্ষে ২৩ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ মিনিট আগে
যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৬ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে