নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দুটি রাজনৈতিক দল, যারা আমাদের সমালোচনা করে তাদের কথা বলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর-গয়েশ্বর বাবুরা ক্ষমতার মসনদে থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন। আপনাদের কর্তা ব্যক্তিরা বিদেশে টাকা পাচার করে আলিশান অট্টালিকা নির্মাণসহ সম্পদের পাহাড় তৈরি করেছেন। আমরা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম তারেক রহমান এই দেশে অর্থ লোপাট করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তারেক রহমান তো দূরের কথা একটি দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি খালেদা জিয়া সরকার। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দেন না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও বিএনপি-জামায়াত বিভিন্ন কথা বলে।’
আজ সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরের ৪২ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের ত্রাণসহায়তা প্রদানকালে তিনি এসব বলেন।
বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই ঢাকার আদালতে এসে সাক্ষী দিয়ে গেছে। তারেক রহমান এই দেশ থেকে অর্থ পাচার করেছে। এই মামলায় তিনি সাজা প্রাপ্ত হয়েছেন। লজ্জা করে না? সেদিন কোনো ব্যবস্থা তো গ্রহণ করেন নাই।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেটে বন্যায় কৃষি খাতে যে ক্ষতি হয়েছে, সেগুলো ক্ষতিপূরণ সহায়তা করবে সরকার। সুরমা, কুশিয়ারা নদী খননের মাধ্যমে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর সিলেটবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীকে সিলেট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, ‘আমরা শুধু ত্রাণ বিতরণ করতে চাই না। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার। দেশের যেকোনো দুর্যোগ দুঃসময়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ায়। শেখ হাসিনা তাঁর লক্ষ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ নির্মাণে তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তাঁরই হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে।’
সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এ সরকার মানুষের পাশে দাঁড়ায়।
এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টায় হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ নেতৃবৃন্দ। কাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করবেন তাঁরা।
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দুটি রাজনৈতিক দল, যারা আমাদের সমালোচনা করে তাদের কথা বলতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর-গয়েশ্বর বাবুরা ক্ষমতার মসনদে থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন। আপনাদের কর্তা ব্যক্তিরা বিদেশে টাকা পাচার করে আলিশান অট্টালিকা নির্মাণসহ সম্পদের পাহাড় তৈরি করেছেন। আমরা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম তারেক রহমান এই দেশে অর্থ লোপাট করছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। তারেক রহমান তো দূরের কথা একটি দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি খালেদা জিয়া সরকার। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দেন না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও বিএনপি-জামায়াত বিভিন্ন কথা বলে।’
আজ সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরের ৪২ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের ত্রাণসহায়তা প্রদানকালে তিনি এসব বলেন।
বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই ঢাকার আদালতে এসে সাক্ষী দিয়ে গেছে। তারেক রহমান এই দেশ থেকে অর্থ পাচার করেছে। এই মামলায় তিনি সাজা প্রাপ্ত হয়েছেন। লজ্জা করে না? সেদিন কোনো ব্যবস্থা তো গ্রহণ করেন নাই।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেটে বন্যায় কৃষি খাতে যে ক্ষতি হয়েছে, সেগুলো ক্ষতিপূরণ সহায়তা করবে সরকার। সুরমা, কুশিয়ারা নদী খননের মাধ্যমে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর সিলেটবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীকে সিলেট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, ‘আমরা শুধু ত্রাণ বিতরণ করতে চাই না। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার। দেশের যেকোনো দুর্যোগ দুঃসময়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ায়। শেখ হাসিনা তাঁর লক্ষ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ নির্মাণে তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তাঁরই হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে।’
সিলেটের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে এ সরকার মানুষের পাশে দাঁড়ায়।
এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টায় হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ নেতৃবৃন্দ। কাল মঙ্গলবার সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করবেন তাঁরা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের নানা অঙ্গীকার এবং তৎপরতার পরও রাজধানীতে অপরাধের মাত্রা কমাতে দৃশ্যমান প্রভাব নেই; বিশেষ করে চাঁদাবাজদের দৌরাত্ম্য চরমে উঠেছে। চাঁদাবাজেরা এমনই বেপরোয়া হয়ে উঠেছে যে আতঙ্ক ছড়াতে গুলি করে তার ভিডিও ধারণ করার ঘটনা পর্যন্ত ঘটেছে। পুলিশের কর্মর্কতারা বলছেন, পরিবর্
৩৩ মিনিট আগেঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ফলে বিভিন্ন বিপণিবিতানে জুতার দোকানেগুলোয় ভিড় বাড়ছে। চৈত্র মাসে ঈদ হওয়ায় বেশির ভাগ ক্রেতাই পোশাকের সঙ্গে মিলিয়ে আরামদায়ক জুতা বা স্যান্ডেল খুঁজছেন। অনেকে আবার বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে পরার উপযোগী ফরমাল শু-ও কিনে রাখছেন।
২ ঘণ্টা আগেমুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশের ১৩ কিলোমিটার সড়কে কয়েকটি পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন দাবিতে এসব এলাকার কারখানাগুলোর শ্রমিকদের মহাসড়ক অবরোধের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন
২ ঘণ্টা আগেজাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু লক্ষ্মীপুরের কমলনগরে তা মানা হচ্ছে না। স্থানীয় জেলেরা প্রকাশ্যে নদীতে মাছ শিকার করছেন। অভিযোগ রয়েছে, এর পেছনে স্থানীয় বিএনপি নেতাদের মদদ আছে।
৩ ঘণ্টা আগে