সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর টিলাগড়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এমসি কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘জয় বাংলা’ ও ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয় তারা।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা রাস্তা থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দেলোয়ার হোসেন রাহি নামে এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। রাহির মাথায় হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে এমসিসহ বিভিন্ন কলেজের ছাত্ররা।
সড়ক অবরোধ করে রাখার কারণে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয়।
মামলার বিষয়ে এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন রাহি বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিল। শুধু আমার হেলমেটটা ভেঙে গেছে তাই সঙ্গে আনতে পারিনি। আমি তাদের অনুনয়-বিনয় করে বলি, আপনারা আমার কাগজপত্র রেখে আমাকে মাত্র ১০ মিনিট সময় দেন, আমি নতুন হেলমেট নিয়ে আসতেছি। কিন্তু তারা আমার একটি কথাও না শুনে, আমাকে কোনো সময় না দিয়ে ১৫ হাজার টাকার মামলা দিয়ে দিয়েছে।’
এ ব্যাপারে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘এখানে হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। হেলমেট না থাকলে মামলা দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া নগরীতে ট্রাফিক সপ্তাহ চলছে। তাই এসব ব্যাপারে ট্রাফিক বিভাগ অনেক তৎপর। তবে টিলাগড়ের বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মিটমাট হয়েছে।’

সিলেট নগরীর টিলাগড়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এমসি কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘জয় বাংলা’ ও ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয় তারা।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা রাস্তা থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দেলোয়ার হোসেন রাহি নামে এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। রাহির মাথায় হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে এমসিসহ বিভিন্ন কলেজের ছাত্ররা।
সড়ক অবরোধ করে রাখার কারণে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয়।
মামলার বিষয়ে এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন রাহি বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিল। শুধু আমার হেলমেটটা ভেঙে গেছে তাই সঙ্গে আনতে পারিনি। আমি তাদের অনুনয়-বিনয় করে বলি, আপনারা আমার কাগজপত্র রেখে আমাকে মাত্র ১০ মিনিট সময় দেন, আমি নতুন হেলমেট নিয়ে আসতেছি। কিন্তু তারা আমার একটি কথাও না শুনে, আমাকে কোনো সময় না দিয়ে ১৫ হাজার টাকার মামলা দিয়ে দিয়েছে।’
এ ব্যাপারে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘এখানে হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। হেলমেট না থাকলে মামলা দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া নগরীতে ট্রাফিক সপ্তাহ চলছে। তাই এসব ব্যাপারে ট্রাফিক বিভাগ অনেক তৎপর। তবে টিলাগড়ের বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মিটমাট হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে