সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর টিলাগড়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এমসি কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘জয় বাংলা’ ও ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয় তারা।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা রাস্তা থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দেলোয়ার হোসেন রাহি নামে এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। রাহির মাথায় হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে এমসিসহ বিভিন্ন কলেজের ছাত্ররা।
সড়ক অবরোধ করে রাখার কারণে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয়।
মামলার বিষয়ে এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন রাহি বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিল। শুধু আমার হেলমেটটা ভেঙে গেছে তাই সঙ্গে আনতে পারিনি। আমি তাদের অনুনয়-বিনয় করে বলি, আপনারা আমার কাগজপত্র রেখে আমাকে মাত্র ১০ মিনিট সময় দেন, আমি নতুন হেলমেট নিয়ে আসতেছি। কিন্তু তারা আমার একটি কথাও না শুনে, আমাকে কোনো সময় না দিয়ে ১৫ হাজার টাকার মামলা দিয়ে দিয়েছে।’
এ ব্যাপারে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘এখানে হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। হেলমেট না থাকলে মামলা দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া নগরীতে ট্রাফিক সপ্তাহ চলছে। তাই এসব ব্যাপারে ট্রাফিক বিভাগ অনেক তৎপর। তবে টিলাগড়ের বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মিটমাট হয়েছে।’

সিলেট নগরীর টিলাগড়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এমসি কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘জয় বাংলা’ ও ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয় তারা।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা রাস্তা থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দেলোয়ার হোসেন রাহি নামে এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। রাহির মাথায় হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে এমসিসহ বিভিন্ন কলেজের ছাত্ররা।
সড়ক অবরোধ করে রাখার কারণে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয়।
মামলার বিষয়ে এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন রাহি বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিল। শুধু আমার হেলমেটটা ভেঙে গেছে তাই সঙ্গে আনতে পারিনি। আমি তাদের অনুনয়-বিনয় করে বলি, আপনারা আমার কাগজপত্র রেখে আমাকে মাত্র ১০ মিনিট সময় দেন, আমি নতুন হেলমেট নিয়ে আসতেছি। কিন্তু তারা আমার একটি কথাও না শুনে, আমাকে কোনো সময় না দিয়ে ১৫ হাজার টাকার মামলা দিয়ে দিয়েছে।’
এ ব্যাপারে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘এখানে হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। হেলমেট না থাকলে মামলা দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া নগরীতে ট্রাফিক সপ্তাহ চলছে। তাই এসব ব্যাপারে ট্রাফিক বিভাগ অনেক তৎপর। তবে টিলাগড়ের বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মিটমাট হয়েছে।’

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৪২ মিনিট আগে