নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মেয়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরেছেন গ্রিস প্রবাসী বাবা সায়মন আহমেদ। এ সময় শত শত মানুষ হেলিকপ্টার দেখতে জড়ো হন। আজ শনিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রিস প্রবাসী সায়মন আহমেদ স্ত্রী-সন্তানসহ হেলিকপ্টার নিয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
সায়মন আহমেদ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের বাসিন্দা ও গ্রিসের শাহ জালাল স্টোর অ্যান্ড মোবাইল সেন্টার ও নাবিলা ফ্যাশনের স্বত্বাধিকারী।
জানা যায়, শনিবার সকালে গ্রিস থেকে বাংলাদেশে আসেন প্রবাসী সায়মন আহমেদ। তাঁর মেয়ে নাবিলার স্বপ্ন বাবার সঙ্গে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরবে। সেই স্বপ্ন পূরণে শনিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী এয়ার অ্যান্ড হেলিকপ্টার সার্ভিসের মাধ্যমে প্রবাসী সায়মন আহমেদ স্ত্রী সন্তানদের নিয়ে একটি হেলিকপ্টার যোগে নবীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা হন। পরে তাঁদের বহনকারী হেলিকপ্টার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এর আগে থেকে হেলিকপ্টার আসার খবর পেয়ে আশপাশের শত শত উৎসুক জনতা ভরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে স্থানীয় লোকজন তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
ভরগাঁও গ্রামের সালেহ আহমেদ শামীম বলেন, ‘সায়মন দীর্ঘদিন ধরে প্রবাসে, সে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরছে খবর পেয়ে দেখতে এসেছি, সায়মন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সব সময় গরিব অসহায়দের পাশে দাঁড়ায়।’
শামীম আহমদ মহসিন জানান, সায়মন একজন পরোপকারী, সে সর্বদা মানুষের পাশে থাকে, সায়মন গ্রিস থেকে দেশে ফিরে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরছে, এমন খবর পেয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিতে আসলাম।
গ্রিস প্রবাসী সায়মন আহমেদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমি গ্রিসে বসবাস করছি, আমার মেয়ে আবদার করেছিল হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসবে, নাবিলার স্বপ্ন পূরণ করার জন্য আমি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরেছি, আমি আমার মেয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, আমি খুব আনন্দিত।’

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মেয়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরেছেন গ্রিস প্রবাসী বাবা সায়মন আহমেদ। এ সময় শত শত মানুষ হেলিকপ্টার দেখতে জড়ো হন। আজ শনিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রিস প্রবাসী সায়মন আহমেদ স্ত্রী-সন্তানসহ হেলিকপ্টার নিয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
সায়মন আহমেদ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের বাসিন্দা ও গ্রিসের শাহ জালাল স্টোর অ্যান্ড মোবাইল সেন্টার ও নাবিলা ফ্যাশনের স্বত্বাধিকারী।
জানা যায়, শনিবার সকালে গ্রিস থেকে বাংলাদেশে আসেন প্রবাসী সায়মন আহমেদ। তাঁর মেয়ে নাবিলার স্বপ্ন বাবার সঙ্গে হেলিকপ্টার চড়ে বাড়ি ফিরবে। সেই স্বপ্ন পূরণে শনিবার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী এয়ার অ্যান্ড হেলিকপ্টার সার্ভিসের মাধ্যমে প্রবাসী সায়মন আহমেদ স্ত্রী সন্তানদের নিয়ে একটি হেলিকপ্টার যোগে নবীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা হন। পরে তাঁদের বহনকারী হেলিকপ্টার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এর আগে থেকে হেলিকপ্টার আসার খবর পেয়ে আশপাশের শত শত উৎসুক জনতা ভরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে স্থানীয় লোকজন তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
ভরগাঁও গ্রামের সালেহ আহমেদ শামীম বলেন, ‘সায়মন দীর্ঘদিন ধরে প্রবাসে, সে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরছে খবর পেয়ে দেখতে এসেছি, সায়মন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সব সময় গরিব অসহায়দের পাশে দাঁড়ায়।’
শামীম আহমদ মহসিন জানান, সায়মন একজন পরোপকারী, সে সর্বদা মানুষের পাশে থাকে, সায়মন গ্রিস থেকে দেশে ফিরে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরছে, এমন খবর পেয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিতে আসলাম।
গ্রিস প্রবাসী সায়মন আহমেদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমি গ্রিসে বসবাস করছি, আমার মেয়ে আবদার করেছিল হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসবে, নাবিলার স্বপ্ন পূরণ করার জন্য আমি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরেছি, আমি আমার মেয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, আমি খুব আনন্দিত।’

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১১ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩১ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে