শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শাবিপ্রবির শাখা জাতীয় ছাত্রদল।
আজ সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কদমতলা থেকে এ মিছিল বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক সজীব আহমেদ জয়ের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি ওসমান গণি, সহসভাপতি ওয়াসিম মো. শামস, সাংগঠনিক সম্পাদক তুখোড় আরেং প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিত্তিহীন বিভিন্ন খাত-উপখাত দেখিয়ে গড়িমসি করে অতিরিক্ত ভর্তি ফি নিয়েই ভর্তি কার্যক্রম চালু রেখে স্বেচ্ছাচারিতা দেখিয়েছে। একই সঙ্গে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়ে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করছে। শাবি প্রশাসনের এমন স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।
মূলত ইউসিজি ও আইএমএফের গণবিরোধী শিক্ষানীতি বাস্তবায়ন করতে চাচ্ছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পিপিপির আওতায় বিশ্ববিদ্যালয়কে যুক্ত করতে চাচ্ছে। এটা সাধারণ ছাত্রসমাজ কখনো মানবে না। তাই অবিলম্বে ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে এনে ভর্তি কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছে।
বক্তারা আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ শিক্ষার্থী কৃষক-শ্রমিক পরিবারের। তাঁদের ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্ট ভোগ করতে হয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি হঠাৎ বাড়িয়ে যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে, আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
এ সময় বক্তারা অবিলম্বে ভর্তি ফি কমিয়ে শিক্ষার্থীদের ব্যয়ভারের চাপ লাঘব করার আহ্বান জানান।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শাবিপ্রবির শাখা জাতীয় ছাত্রদল।
আজ সোমবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কদমতলা থেকে এ মিছিল বের হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক সজীব আহমেদ জয়ের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি ওসমান গণি, সহসভাপতি ওয়াসিম মো. শামস, সাংগঠনিক সম্পাদক তুখোড় আরেং প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিত্তিহীন বিভিন্ন খাত-উপখাত দেখিয়ে গড়িমসি করে অতিরিক্ত ভর্তি ফি নিয়েই ভর্তি কার্যক্রম চালু রেখে স্বেচ্ছাচারিতা দেখিয়েছে। একই সঙ্গে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়ে শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করছে। শাবি প্রশাসনের এমন স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।
মূলত ইউসিজি ও আইএমএফের গণবিরোধী শিক্ষানীতি বাস্তবায়ন করতে চাচ্ছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পিপিপির আওতায় বিশ্ববিদ্যালয়কে যুক্ত করতে চাচ্ছে। এটা সাধারণ ছাত্রসমাজ কখনো মানবে না। তাই অবিলম্বে ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে এনে ভর্তি কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছে।
বক্তারা আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশির ভাগ শিক্ষার্থী কৃষক-শ্রমিক পরিবারের। তাঁদের ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্ট ভোগ করতে হয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি হঠাৎ বাড়িয়ে যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে, আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
এ সময় বক্তারা অবিলম্বে ভর্তি ফি কমিয়ে শিক্ষার্থীদের ব্যয়ভারের চাপ লাঘব করার আহ্বান জানান।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
১৫ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে