নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য মৃত্যু ঘটনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন ঠিকাদার ও দুই প্রকৌশলী।
আজ বৃহস্পতিবার বিকেলে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।
তিনি বলেন, ‘উচ্চ আদালতে আমরা জামিনের আবেদন করেছিলাম। আদালত ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।’
গত শনিবার নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিসিকের নির্মাণাধীন ভবনের ১২ তলা থেকে স্টিলের পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেলোয়ার মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। ওই দিন রাতে ৫০ ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবাসের জেসিও আব্দুল মান্নান বাদী হয়ে উদাসীনতা ও কর্তব্য অবহেলাজনিত কারণে কোতোয়ালি থানায় মামলা করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কোম্পানি-এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক মো. সাদেক, জামাল অ্যান্ড কোম্পানি-এর অজ্ঞাত ম্যানেজার ও সাব-কন্ট্রাক্টর দুজনকে আসামি করে মামলা হয়।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য মৃত্যু ঘটনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন ঠিকাদার ও দুই প্রকৌশলী।
আজ বৃহস্পতিবার বিকেলে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর।
তিনি বলেন, ‘উচ্চ আদালতে আমরা জামিনের আবেদন করেছিলাম। আদালত ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।’
গত শনিবার নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিসিকের নির্মাণাধীন ভবনের ১২ তলা থেকে স্টিলের পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেলোয়ার মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। ওই দিন রাতে ৫০ ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবাসের জেসিও আব্দুল মান্নান বাদী হয়ে উদাসীনতা ও কর্তব্য অবহেলাজনিত কারণে কোতোয়ালি থানায় মামলা করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কোম্পানি-এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক মো. সাদেক, জামাল অ্যান্ড কোম্পানি-এর অজ্ঞাত ম্যানেজার ও সাব-কন্ট্রাক্টর দুজনকে আসামি করে মামলা হয়।

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) নামে এক প্রবীণ স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগে
আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
২১ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে