Ajker Patrika

শিশুর গলায় ক্ষুর দিয়ে আঘাত, ৬ দিন পর মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৭: ০৫
শিশুর গলায় ক্ষুর দিয়ে আঘাত, ৬ দিন পর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে ক্ষুর দিয়ে মো. স্বপন মিয়ার (১০) গলার অর্ধেক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় আহত শিশু ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রোববার রাত দেড়টার দিকে মারা গেছে। 

নিহত স্বপন মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের মো. কবির মিয়ার ছেলে। তার পরিবার চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকে। 

স্বপনের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক। 

স্বপনের নানা নুর আলী ও ওসি রাশেদুল জানান, ২৭ মার্চ সকাল ১০টার দিকে চুনারুঘাট পৌরসভার দক্ষিণাচরণ পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরের পাড়ে এক কিশোর (১৫) পূর্ব শত্রুতার জেরে স্বপনের গলায় ক্ষুর দিয়ে আঘাত করে। এতে তার গলার অর্ধেক অংশ কেটে যায়। স্বপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রাত দেড়টার দিকে মারা গেছে স্বপন। 

ওসি রাশেদুল জানান, ক্ষুর দিয়ে আঘাত করার অভিযোগ ওঠা ওই কিশোরকে ঘটনার দিনই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।। এ বিষয়ে নিহতের নানা নুর আলী চুনারুঘাট থানায় ওই কিশোরকে আসামি করে হত্যা মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত