নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাঁতারে বিশ্ব রেকর্ড গড়া হলো না একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের। ৮৩ কিলোমিটার সাঁতার কাটার পর অসুস্থতার কাছে হার মানতে হল এই বীর মুক্তিযোদ্ধাকে। গতকাল সোমবার সকালে সিলেটের থেকে ২৮৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার লক্ষ্যে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সুনামগঞ্জ থানার রঙ্গারচর ইউনিয়নের হরিপাটি নামক স্থানের পার্শ্ববর্তী সুরমা নদীতে সাঁতার কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাঁকে নৌকায় তোলা হয় এবং যাত্রা স্থগিত ঘোষণা দেওয়া হয়।
এর আগে বিশ্ব রেকর্ড গড়তে সোমবার সকালে সিলেট থেকে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনি ঘাট থেকে সাঁতার শুরু করেন। তাঁর ২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছানোর কথা ছিল। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে তাঁর ধারণা ছিল। এই দূরত্ব সাঁতরে যেতে পারলে টানা সাঁতারের বিশ্ব রেকর্ড হতো বলেও জানিয়েছিলেন ক্ষিতীন্দ্র।
মঙ্গলবার তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর চিকিৎসকদের বরাত দিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার আজকের পত্রিকাকে জানান, যেহেতু বৃষ্টি হয়েছিল আর নদীর পানি প্রচুর ঠান্ডা তাই আজ সকাল থেকেই ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, অক্সিজেন লেভেল ৮৫ তে ছিল। আমরা বারবার অনুরোধ করলেও উনি ওনার গন্তব্যে যাওয়ার প্রত্যয়ে সাঁতার চালিয়ে গেলেও অবশেষে শরীরের কাছে হার মানতে হয়েছে। উনি প্রায় ৩৩ ঘণ্টা সাঁতার কেটে ৮৩ কিলোমিটার জলপথ পাড়ি দিয়েছেন। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

সাঁতারে বিশ্ব রেকর্ড গড়া হলো না একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের। ৮৩ কিলোমিটার সাঁতার কাটার পর অসুস্থতার কাছে হার মানতে হল এই বীর মুক্তিযোদ্ধাকে। গতকাল সোমবার সকালে সিলেটের থেকে ২৮৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার লক্ষ্যে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সুনামগঞ্জ থানার রঙ্গারচর ইউনিয়নের হরিপাটি নামক স্থানের পার্শ্ববর্তী সুরমা নদীতে সাঁতার কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাঁকে নৌকায় তোলা হয় এবং যাত্রা স্থগিত ঘোষণা দেওয়া হয়।
এর আগে বিশ্ব রেকর্ড গড়তে সোমবার সকালে সিলেট থেকে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনি ঘাট থেকে সাঁতার শুরু করেন। তাঁর ২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছানোর কথা ছিল। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে তাঁর ধারণা ছিল। এই দূরত্ব সাঁতরে যেতে পারলে টানা সাঁতারের বিশ্ব রেকর্ড হতো বলেও জানিয়েছিলেন ক্ষিতীন্দ্র।
মঙ্গলবার তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর চিকিৎসকদের বরাত দিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার আজকের পত্রিকাকে জানান, যেহেতু বৃষ্টি হয়েছিল আর নদীর পানি প্রচুর ঠান্ডা তাই আজ সকাল থেকেই ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, অক্সিজেন লেভেল ৮৫ তে ছিল। আমরা বারবার অনুরোধ করলেও উনি ওনার গন্তব্যে যাওয়ার প্রত্যয়ে সাঁতার চালিয়ে গেলেও অবশেষে শরীরের কাছে হার মানতে হয়েছে। উনি প্রায় ৩৩ ঘণ্টা সাঁতার কেটে ৮৩ কিলোমিটার জলপথ পাড়ি দিয়েছেন। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে