
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির বনায়নের জঙ্গল থেকে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় বন বিভাগের সংরক্ষিত বনায়নের জঙ্গল থেকে এসব উদ্ধার করা হয়।
এ ছাড়া গাছে ঝুলন্ত একটি শাড়িও উদ্ধার করা হয়েছে। শাড়ি দেখে কঙ্কালটি মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসিদ আলির ছোট বোন হাজেরা বিবি ওরফে কুঠিলের (৪৮) কঙ্কাল বলে দাবি করেছেন হাজেরার ছেলে সোহেল মিয়া। হাজেরা প্রায় ৫ মাস ২৬ দিন আগে নিখোঁজ হন। তিনি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ফুলবাড়ি চা-বাগানে চা শ্রমিক বনো বাউরী ও তাঁর স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পান একটি গাছে শাড়ি ঝোলানো। এ সময় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শাড়ির নিচে মাটিতে দেখতে পান একটি মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। বিষয়টি কমলগঞ্জ থানা-পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়।
হাজেরা বিবির বড় ভাই ও মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসিদ আলি বলেন, ‘শাড়ি দেখে আমার ভাগনে সোহেল বলেছে, এটি তাঁর মায়ের শাড়ি।’
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘ঘটনাস্থলে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হাড়গুলো ডিএনএ টেস্ট করার জন্য আমরা পাঠানোর ব্যবস্থা করছি। ডিএনএ টেস্ট করার পর বোঝা যাবে, এটি হাজেরা বিবির কঙ্কাল কি না?
উল্লেখ্য, মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিকের স্ত্রী হাজেরা বিবি ওরফে কুঠিল (৪৮) নামের এক গৃহবধূ প্রায় ৫ মাস ২৬ দিন আগে নিখোঁজ হন। তিনি ভাইয়ের বাড়ি থেকে রাতের খাবার শেষে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পাওয়ায় গত ৩০ জুলাই বিকেলে ওই নারীর ভাই মো. আসিদ আলি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির বনায়নের জঙ্গল থেকে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় বন বিভাগের সংরক্ষিত বনায়নের জঙ্গল থেকে এসব উদ্ধার করা হয়।
এ ছাড়া গাছে ঝুলন্ত একটি শাড়িও উদ্ধার করা হয়েছে। শাড়ি দেখে কঙ্কালটি মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আসিদ আলির ছোট বোন হাজেরা বিবি ওরফে কুঠিলের (৪৮) কঙ্কাল বলে দাবি করেছেন হাজেরার ছেলে সোহেল মিয়া। হাজেরা প্রায় ৫ মাস ২৬ দিন আগে নিখোঁজ হন। তিনি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ফুলবাড়ি চা-বাগানে চা শ্রমিক বনো বাউরী ও তাঁর স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পান একটি গাছে শাড়ি ঝোলানো। এ সময় আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শাড়ির নিচে মাটিতে দেখতে পান একটি মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। বিষয়টি কমলগঞ্জ থানা-পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়।
হাজেরা বিবির বড় ভাই ও মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসিদ আলি বলেন, ‘শাড়ি দেখে আমার ভাগনে সোহেল বলেছে, এটি তাঁর মায়ের শাড়ি।’
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘ঘটনাস্থলে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। হাড়গুলো ডিএনএ টেস্ট করার জন্য আমরা পাঠানোর ব্যবস্থা করছি। ডিএনএ টেস্ট করার পর বোঝা যাবে, এটি হাজেরা বিবির কঙ্কাল কি না?
উল্লেখ্য, মাধবপুর ইউনিয়নের লংগুরপাড় এলাকার মানিকের স্ত্রী হাজেরা বিবি ওরফে কুঠিল (৪৮) নামের এক গৃহবধূ প্রায় ৫ মাস ২৬ দিন আগে নিখোঁজ হন। তিনি ভাইয়ের বাড়ি থেকে রাতের খাবার শেষে নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পাওয়ায় গত ৩০ জুলাই বিকেলে ওই নারীর ভাই মো. আসিদ আলি কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৫ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১৬ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
১৯ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে