হবিগঞ্জ প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয়। পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সুবাদে প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানে তাঁকে দিয়ে করানো হয় দেহব্যবসা। কিছুদিন পর দেশে ফিরে বিয়ে করেন দুজন।
এরপর আবারও ওই তরুণীকে কৌশলে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে কিছুদিন পর কৌশলে দেশে পালিয়ে এসে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলা দায়েরের পর পুলিশ লালমনিরহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
এরপর আজ মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে (২৫) মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেন র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোহেল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া মিয়ার ছেলে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. নাহিদ হাসান বলেন, সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে তাঁর সঙ্গে ভুক্তভোগী তরুণীর (২২) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোহেল তরুণীর ভালোবাসার দুর্বলতার সুযোগে তাঁকে গত বছরের মার্চে সাতক্ষীরা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় নিয়ে যান। এ সময় সেখানে তাঁকে ভারতে আটকে রেখে দেহব্যবসা করতে বাধ্য করেন সোহেল।
নাহিদ হাসান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ফিরে সোহেল ও ওই তরুণী বিয়ে করেন। পরে আবারও তরুণীকে কৌশলে ভারত পাচার করে দেন সোহেল। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে ১৫ মে কৌশলে দেশে পালিয়ে আসেন তরুণী।
র্যাব কর্মকর্তা বলেন, ২১ মে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার প্রধান আসামি সোহেলকে মঙ্গলবার গ্রেপ্তার করে র্যাব। এর আগে তিন আসামিকে পাটগ্রাম থানা-পুলিশ গ্রেপ্তার করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয়। পরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সুবাদে প্রলোভন দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানে তাঁকে দিয়ে করানো হয় দেহব্যবসা। কিছুদিন পর দেশে ফিরে বিয়ে করেন দুজন।
এরপর আবারও ওই তরুণীকে কৌশলে ভারতে পাচার করে দেওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে কিছুদিন পর কৌশলে দেশে পালিয়ে এসে পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলা দায়েরের পর পুলিশ লালমনিরহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
এরপর আজ মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে (২৫) মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেন র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা। সোহেল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া মিয়ার ছেলে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. নাহিদ হাসান বলেন, সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে তাঁর সঙ্গে ভুক্তভোগী তরুণীর (২২) পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোহেল তরুণীর ভালোবাসার দুর্বলতার সুযোগে তাঁকে গত বছরের মার্চে সাতক্ষীরা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কলকাতায় নিয়ে যান। এ সময় সেখানে তাঁকে ভারতে আটকে রেখে দেহব্যবসা করতে বাধ্য করেন সোহেল।
নাহিদ হাসান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ফিরে সোহেল ও ওই তরুণী বিয়ে করেন। পরে আবারও তরুণীকে কৌশলে ভারত পাচার করে দেন সোহেল। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে ১৫ মে কৌশলে দেশে পালিয়ে আসেন তরুণী।
র্যাব কর্মকর্তা বলেন, ২১ মে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার প্রধান আসামি সোহেলকে মঙ্গলবার গ্রেপ্তার করে র্যাব। এর আগে তিন আসামিকে পাটগ্রাম থানা-পুলিশ গ্রেপ্তার করে।

মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে