Ajker Patrika

ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২১: ৫০
ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে, এ ব্যাপারে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ 

আজ মঙ্গলবার সিলেট  সফরে এসে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না জানিয়ে মন্ত্রী বলেন, ‘গত পার্লামেন্টে এই আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়ন ও নিয়মাবলি অর্থাৎ কীভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ 

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রশ্নে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’ 

এর আগে সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক দিনের সফরে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে তিনি হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও  সেখানকার মসজিদে জোহরের নামাজ আদায় করেন। বিকেলে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত