Ajker Patrika

শাবিপ্রবিতে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে নিরাপত্তাকর্মী আটক

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১২: ৪১
শাবিপ্রবিতে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে নিরাপত্তাকর্মী আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মাঝে ফেনসিডিলসহ আটক হয়েছেন জাহিদুর রহমান নামে এক নিরাপত্তাকর্মী। উপাচার্যের বাসভবনসংলগ্ন টিচার্স ডরমিটরিতে এক শিক্ষকের জন্য এই ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছেন জাহিদুর। 

সোমবার মধ্যরাতে জাহিদুর রহমানকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে শিক্ষার্থীরা। আটকের পর জাহিদুল বলেন, তিনি তাঁর দায়িত্ব পালন করতে ক্যাম্পাসে এলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার অসুস্থতার কথা বলে তাঁকে ওষুধ নিয়ে আসতে বলেন। পরে ওই শিক্ষকের দেখানো এক লোক জাহিদুলকে একটি প্যাকেট দেন। তবে চেকিং পয়েন্টে ওই প্যাকেটে ফেনসিডিল পাওয়া গেলে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন জাহিদুর। এ সময় তাঁর পরিচয়পত্রও পাওয়া যায়। 

পরে শিক্ষার্থীরা ওই নিরাপত্তাকর্মীকে টিচার্স ডরমিটরিতে ওই শিক্ষকের রুমে নিয়ে যান। তবে ওই শিক্ষককে রুমে পাওয়া যায়নি। আটক গার্ড নিজেকে যমুনা কোম্পানির গার্ড বলে পরিচয় দেন। 

ওই গার্ডকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়েছে। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।  

সিলেট মেট্রোপলিটন পুলিশ উত্তরের ডেপুটি কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘শিক্ষার্থীরা ফেনসিডিলের বোতলসহ ওই গার্ডকে আটক করেন। বোতলের গায়ে বাংলায় এবং হিন্দি ভাষায় ফেনসিডিল লেখা আছে। পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে এটা আসলে কী’।

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। এর পর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। 

এর আগে গত ৯ এপ্রিল বিভাগের অনলাইন ক্লাস চলাকালে অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারের সিগারেট খাওয়ার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়েও ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...