হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে নিখোঁজের এক মাস পেরোলেও মাদ্রাসাছাত্র মো. শাকিল মিয়াকে (১৪) উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শাকিলকে জীবিত ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন তার মা-বাবা। এই ঘটনায় থানায় গত ১৩ মে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
শাকিল নিখোঁজ হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘শাকিলের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় আমরা সঠিক স্থান নির্ধারণ করতে পারছি না। তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। বিভিন্ন পুলিশ স্টেশনে তার ছবিসহ দেওয়া হয়েছে।’
জিডি থেকে জানা গেছে, শাকিল জেলার বানিয়াচং উপজেলার হলিমপুর গ্রামের নুর শাহজাহানের ছেলে। সে সদর উপজেলার সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমাহ মাদ্রাসায় হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী। গত ৯ মে ভোর ৬টার দিকে কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে চলে যায় সে। বিষয়টি নজরে এলে শাকিলের বাবাকে জানান শিক্ষকেরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৩ মে হবিগঞ্জ সদর থানায় শাকিলের বাবা নুর শাহজাহান জিডি করেন।
সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমাহ মাদ্রাসার হিফজুল বিভাগের প্রধান মাওলানা হাফেজ ফয়জুর রহমান বলেন, ‘নিখোঁজের তিন দিন আগে শাকিল মাদ্রাসায় ভর্তি হয়। ৯ মে ফজরের নামাজ শেষে তাঁকে মসজিদে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি। খুঁজে না পেয়ে বিষয়টি মোবাইল ফোনে তার বাবাকে জানানো হয়।’
হিফজ বিভাগের ছাত্রদের বিষয়ে বিভাগের প্রধানই বলতে পারেন বলে জানান ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা তোফাজ্জল হক তাউস। তিনি বলেন, ‘শুনেছি নিখোঁজের তিন দিন আগে এক ছাত্র ভর্তি হয়। তবে তার সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি। যেহেতু আমার মাদ্রাসা থেকে ছাত্র হারিয়ে গেছে সে জন্য আমি মর্মাহত। তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।’
শাকিলের বাবা নুর শাহজাহান বলেন, ‘শাকিলের নিখোঁজের বিষয়টি জানতে পেরে আমি মাদ্রাসায় যাই। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ১৩ মে সদর থানায় এবং শায়েস্তাগঞ্জ র্যাব কার্যালয়ে জিডি করি। আমার ছেলেকে জীবিত ফিরে পেতে চাই।’
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক জয় পাল বলেন, ‘শাকিলকে উদ্ধারের চেষ্টা চলছে। শাকিলের কাছে মোবাইল ফোন না থাকায় কোথায় আছে জানতে সমস্যা হচ্ছে। গত শনিবার রাতে শাকিলের বাবাকে নিয়ে উদ্ধারের জন্য সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।’

হবিগঞ্জে নিখোঁজের এক মাস পেরোলেও মাদ্রাসাছাত্র মো. শাকিল মিয়াকে (১৪) উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। শাকিলকে জীবিত ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন তার মা-বাবা। এই ঘটনায় থানায় গত ১৩ মে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
শাকিল নিখোঁজ হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘শাকিলের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় আমরা সঠিক স্থান নির্ধারণ করতে পারছি না। তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। বিভিন্ন পুলিশ স্টেশনে তার ছবিসহ দেওয়া হয়েছে।’
জিডি থেকে জানা গেছে, শাকিল জেলার বানিয়াচং উপজেলার হলিমপুর গ্রামের নুর শাহজাহানের ছেলে। সে সদর উপজেলার সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমাহ মাদ্রাসায় হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থী। গত ৯ মে ভোর ৬টার দিকে কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে চলে যায় সে। বিষয়টি নজরে এলে শাকিলের বাবাকে জানান শিক্ষকেরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৩ মে হবিগঞ্জ সদর থানায় শাকিলের বাবা নুর শাহজাহান জিডি করেন।
সৈয়দাবাদ জামিয়া হাফিজিয়া দারুল হিকমাহ মাদ্রাসার হিফজুল বিভাগের প্রধান মাওলানা হাফেজ ফয়জুর রহমান বলেন, ‘নিখোঁজের তিন দিন আগে শাকিল মাদ্রাসায় ভর্তি হয়। ৯ মে ফজরের নামাজ শেষে তাঁকে মসজিদে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি। খুঁজে না পেয়ে বিষয়টি মোবাইল ফোনে তার বাবাকে জানানো হয়।’
হিফজ বিভাগের ছাত্রদের বিষয়ে বিভাগের প্রধানই বলতে পারেন বলে জানান ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা তোফাজ্জল হক তাউস। তিনি বলেন, ‘শুনেছি নিখোঁজের তিন দিন আগে এক ছাত্র ভর্তি হয়। তবে তার সঙ্গে আমার সরাসরি দেখা হয়নি। যেহেতু আমার মাদ্রাসা থেকে ছাত্র হারিয়ে গেছে সে জন্য আমি মর্মাহত। তাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।’
শাকিলের বাবা নুর শাহজাহান বলেন, ‘শাকিলের নিখোঁজের বিষয়টি জানতে পেরে আমি মাদ্রাসায় যাই। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গত ১৩ মে সদর থানায় এবং শায়েস্তাগঞ্জ র্যাব কার্যালয়ে জিডি করি। আমার ছেলেকে জীবিত ফিরে পেতে চাই।’
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক জয় পাল বলেন, ‘শাকিলকে উদ্ধারের চেষ্টা চলছে। শাকিলের কাছে মোবাইল ফোন না থাকায় কোথায় আছে জানতে সমস্যা হচ্ছে। গত শনিবার রাতে শাকিলের বাবাকে নিয়ে উদ্ধারের জন্য সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে