Ajker Patrika

নানি আর ভাতিজিকে চিকিৎসকের কাছ থেকে নিয়ে বাড়ি ফেরা হলো না তাঁদের

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
নানি আর ভাতিজিকে চিকিৎসকের কাছ থেকে নিয়ে বাড়ি ফেরা হলো না তাঁদের
প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটো চালকসহ ৪ জন। গতকাল শনিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার আলখানাপাড় এলাকার আঞ্জব উল্লার ছেলে রুহুল আমিন রাহুল (২৬) ও একই উপজেলার ভবানিপুর এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে রুহুল আমিন রাহুল তাঁর নানিকে নিয়ে চিকিৎসকের কাছে সিলেট যান। এদিকে আব্দুল মুকিত তাঁর ভাতিজিকে নিয়ে সিলেটে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসার কাজ শেষ করে সন্ধ্যায় সিলেটের কিনব্রিজের এলাকা থেকে ভাড়ায় চালিত অটোরিকশায় তাঁরা জগন্নাথপুরে আসছিলেন। পথে দক্ষিণ সুরমার লালাবাজার (লালারগাঁও) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রুহুল আমিন রাহুল ও আব্দুল মুকিত নিহত।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত