Ajker Patrika

৫০ বছর ধরে বিদ্যুৎ সংযোগ নেই উপস্বাস্থ্যকেন্দ্রে

আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
৫০ বছর ধরে বিদ্যুৎ সংযোগ নেই উপস্বাস্থ্যকেন্দ্রে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সবচেয়ে পুরোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। এটি পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়। লক্ষীপুর ইউনিয়নের ২৪টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ ছাড়াও, পার্শ্ববর্তী সুরমা ও বোগলা ইউনিয়নের মানুষ এখানে সেবা নিতে আসেন। ভারতের সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ায় দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে এখানকার সাধারণ মানুষ উপজেলা সদর, জেলা সদর ও বিভাগীয় শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না। এসব প্রান্তিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই উপস্বাস্থ্যকেন্দ্র। জনগুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে বিদ্যুৎ সংযোগ নেই। অথচ ২০১৮ সালে আনুষ্ঠানিক ভাবে লক্ষীপুর ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। হাসপাতালের এমবিবিএস ডাক্তার, ফার্মাসিস্ট, অফিস সহায়ক ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। বিদ্যুৎ ও ডাক্তার ছাড়াই শুধুমাত্র একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিয়ে চলছে এই হাসপাতালটির কার্যক্রম। 

সরেজমিনে লক্ষীপুরে গিয়ে দেখা যায়, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে কোনো সীমানাপ্রাচীর না থাকায় এটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। গবাদিপশু, কুকুর বেড়াল অবাধে বিচরণ করছে হাসপাতালের আঙিনায়। হাসপাতালের সামনে মাত্র কয়েক গজ দূরত্ব দিয়ে গিয়েছে ইউনিয়নের পল্লিবিদ্যুৎ লাইন। অথচ উপস্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। খাবার পানি সরবরাহের টিউবওয়েলের মাথা নেই। এটিও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 

স্থানীয়রা জানান, পাকিস্তান আমলে সিলেট জেলা পরিষদের তত্ত্বাবধানে চলত লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র। স্বাধীনতার আগেও এখানে ডাক্তার থাকত। বর্তমানে শুধুমাত্র সেকমো মনিরুল ইসলামকে দিয়ে চলছে পুরো হাসপাতালের কার্যক্রম। হাসপাতাল ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রোগী দেখাসহ হাসপাতালের সার্বিক দেখভাল তিনি একাই করে থাকেন। তিনি সরকারি কোনো কাজে গেলে, প্রশিক্ষণ বা ছুটিতে গেলে হাসপাতাল বন্ধ অবস্থায় পড়ে থাকে। 

চিকিৎসা নিতে আসা লক্ষীপুর ইউনিয়নের জিরার গাঁও গ্রামের সখিনা বিবি জানান, ‘গরমের মধ্যে এখানে চিকিৎসা নিতে এসে রোগীর সঙ্গে আসা সুস্থ মানুষকেও অসুস্থ হয়ে বাড়িতে ফিরতে হয়। হাসপাতালে বিদ্যুৎ নাই, ডাক্তার নাই, আমাদের এই দুর্দশা কেউ দেখে না।’ 

লক্ষীপুর গ্রামের মদরিস আলী, ‘এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে, কারওর নজর নেই। এভাবে চলতে থাকলে হাসপাতাল চালু রাখার কোনো মানে হয় না।’ 

লক্ষীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. এমদাদুল হক চৌধুরী মামুন বলেন, ‘আমাদের হাসপাতালে বিদ্যুৎ সংযোগ প্রদান, ডাক্তার নিয়োগ ও একটি সীমানাপ্রাচীর নির্মাণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। সীমানাপ্রাচীর না থাকায় রাতে বখাটেদের আড্ডা বসে এখানে। হাসপাতালের টিউবওয়েলের মাথাটি পর্যন্ত চুরি হয়ে গেছে। অনেক জায়গায় জানালা ভেঙে ফেলেছে। হাসপাতালটির উন্নয়নের বিষয়ে আগেও দাবি জানিয়েছি। এ বিষয়ে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে আমি এবার আবার আলাপ করব।’ 

লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) মনিরুল ইসলাম বলেন, ‘২০১৬ সালে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত আমি এই হাসপাতালে আছি। দৈনিক ৪০-৫০ জন রোগী আসে। জনবল সংকটের কারণে আমাকে একাই সবকিছু সামলাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় রাতে জরুরি রোগী আসলে মোমবাতি জ্বালিয়ে সেবা দিতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সমস্যার কথা জানিয়েছি।’ 

সুনামগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আহম্মদ হোসেন বলেন, ‘উপস্বাস্থ্যকেন্দ্রগুলো মূলত সেকমো দিয়েই চলছে। সরকার একসময় ডাক্তার নিয়োগ দিয়েছিল কিন্তু পরে আর তাঁদেরকে  ধরে রাখা যায়নি। লক্ষীপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামোগত রিপেয়ারিং কাজ ও বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যোগাযোগ করেছি। খুব শিগগিরই তাঁরা কাজ ধরবে। আশা করি এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। বাকি অন্যান্য সমস্যাগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২: ২৬
কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক সোহাগ হোসেন (৩০) এবং যাত্রী বিপ্লব হোসেন (৩৫)। আজ মঙ্গলবার সকালে মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে। অন্যদিকে নিহত বিপ্লব টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চৌবাড়িয়ার ওহেদ আলীর ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সকাল ৬টার দিকে নাটোর থেকে ছেড়ে আসা একটি ট্রাক মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালক ও যাত্রী নিহত হন। ওসি আরও বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা।
মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেননি বিএনপির বিদ্রোহী নেতারা।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপির চার বিদ্রোহী নেতা। তবে ফরম সংগ্রহ করলেও জমা দেওয়ার শেষ দিন সোমবার পর্যন্ত তা জমা দেননি তাঁরা। ফলে এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে থাকছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মো. আমিনুল ইসলাম। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এক প্রার্থীও শেষ পর্যন্ত মনোনয়ন দাখিল করেননি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১০ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৫ জন।

মনোনয়নপত্র জমা না দেওয়া বিএনপি নেতারা হলেন বুয়েটের আহসানুল্লাহ হল সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি ও বিএনপি নেতা সাহাফুজ আলম অপু। এ ছাড়াও এনসিপি মনোনীত প্রার্থী ও এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান রুবেল মনোনয়নপত্র জমা দেননি।

এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন, বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. মিজানুর রহমান, জাতীয় পার্টির মুহা. খুরশিদ আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলনের মো. ইব্রাহিম খলিল।

দলীয় মনোনয়ন না পাওয়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি বলেন, ‘দলীয় প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু দলীয় সিদ্ধান্ত যেহেতু পরিবর্তন হয়নি, তাই মনোনয়নপত্র জমা দিইনি।’

মনোনয়ন না পাওয়া আরেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, ‘বিএনপির প্রার্থী পরিবর্তন হয়নি, তাই মনোনয়নপত্র জমা দিইনি।’

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বদলের দাবিতে মনোনয়নপ্রত্যাশী অন্য নেতারা এককাট্টা হয়ে অন্তত ১২ বার মশাল মিছিল, মতবিনিময় ও আলোচনা সভা, রেলপথ অবরোধ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ফ্লাইওভারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি গোড়াই সাউথ ইস্ট কারখানার কর্মী বলে জানতে পেরেছে পুলিশ।

জানা গেছে, সকাল সোয়া ৭টার দিকে সকালে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কের ধীরগতির লেন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক। মহাসড়কের দেওহাটা ফ্লাইওভারের কাছে পৌঁছালে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা আলোকিত মধুপুর নামে যাত্রীবাহী বাস মহাসড়ক ছেড়ে ধীরগতির লেনে ঢুকে পড়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত হন।

দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, নিহত ব্যক্তি গোড়াই সাউথ ইস্ট কারখানায় চাকরি করতেন বলে জানতে পেরেছেন। বাসটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১: ৪০
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বজেন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। ছবি: আজকের পত্রিকা
ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বজেন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানায় সহকর্মীর গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৭টায় উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের প্রতিষ্ঠান সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত সহকর্মী আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আনসার সদস্য বজেন্দ্র বিশ্বাস সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত নোমান মিয়া সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। দুজনই সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কারখানাটিতে ২০ জন আনসার সদস্য কর্মরত ছিলেন। ঘটনার সময় আনসার সদস্য নোমান মিয়া ও বজেন্দ্র দাস একসঙ্গে বসেছিলেন। এ সময় অসাবধানতাবশত নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে গুলি বের হলে বজেন্দ্র দাসের বাঁ ঊরুতে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত