
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিচ্ছেন উপজেলাবাসী। আজ সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী দিনে করোনার টিকা গ্রহণ করেছেন উপজেলার ৩০০ জন মানুষ।
টিকা নিতে আসা কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, টিকা নেওয়ার পর কোনো সমস্যা হচ্ছে না। এখন টিকা না নিলে পরে যদি টিকা না পাওয়া যায় তাই আগেই টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, টিকা না থাকায় প্রায় ২ মাস টিকা প্রয়োগ বন্ধ ছিল। গতকাল রোববার বিকেলে সিনোফার্মের টিকা পেয়েছি। আজ সোমবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দফার টিকা প্রয়োগ শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী দিনে কমলগঞ্জের ৩০০ জন টিকা গ্রহণ করেছেন। এর মাঝে ১৭২ জন পুরুষ ও ১২৮ জন নারী। যারা আগে নিবন্ধন করেও টিকা গ্রহণ করতে পারেননি তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহণ করবেন। এর সঙ্গে নতুন নিবন্ধিতরাও টিকা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ জনকে টিকা দেওয়া হবে। এখন শুধু প্রথম ডোজ দেওয়া হবে। এর পর পরবর্তী নির্ধারিত তারিখে সবাইকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রথম পর্যায়ে কমলগঞ্জে ৯ হাজার ৭৫৯ জন নিবন্ধন করেছিলেন। টিকা গ্রহণ করেছিলেন ৭ জন ৭৫৯ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেননি ২ জন। তাঁদের দ্বিতীয় ডোজের টিকার জন্য আগামী জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিন্তার কোন কারণ নেই দেশে আগামীতে প্রচুর পরিমাণে টিকা আসছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিচ্ছেন উপজেলাবাসী। আজ সোমবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী দিনে করোনার টিকা গ্রহণ করেছেন উপজেলার ৩০০ জন মানুষ।
টিকা নিতে আসা কয়েকজন আজকের পত্রিকাকে বলেন, টিকা নেওয়ার পর কোনো সমস্যা হচ্ছে না। এখন টিকা না নিলে পরে যদি টিকা না পাওয়া যায় তাই আগেই টিকা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, টিকা না থাকায় প্রায় ২ মাস টিকা প্রয়োগ বন্ধ ছিল। গতকাল রোববার বিকেলে সিনোফার্মের টিকা পেয়েছি। আজ সোমবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দফার টিকা প্রয়োগ শুরু হয়।
দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী দিনে কমলগঞ্জের ৩০০ জন টিকা গ্রহণ করেছেন। এর মাঝে ১৭২ জন পুরুষ ও ১২৮ জন নারী। যারা আগে নিবন্ধন করেও টিকা গ্রহণ করতে পারেননি তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা গ্রহণ করবেন। এর সঙ্গে নতুন নিবন্ধিতরাও টিকা গ্রহণ করতে পারবেন। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ জনকে টিকা দেওয়া হবে। এখন শুধু প্রথম ডোজ দেওয়া হবে। এর পর পরবর্তী নির্ধারিত তারিখে সবাইকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, প্রথম পর্যায়ে কমলগঞ্জে ৯ হাজার ৭৫৯ জন নিবন্ধন করেছিলেন। টিকা গ্রহণ করেছিলেন ৭ জন ৭৫৯ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেননি ২ জন। তাঁদের দ্বিতীয় ডোজের টিকার জন্য আগামী জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিন্তার কোন কারণ নেই দেশে আগামীতে প্রচুর পরিমাণে টিকা আসছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩১ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে