সিলেট প্রতিনিধি

শীত কিংবা বর্ষা সব ঋতুতেই পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠেছে হাকালুকি হাওর। এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির এ জলাভূমির আয়তন ১৮ হাজার ১১৫ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া ও সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলা জুড়ে বিস্তৃত।
মিনি কক্সবাজার খ্যাত হাকালুকি হাওরে অগণিত ভ্রমণপিয়াসি বেড়াতে আসেন। পর্যটকদের জন্য এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রমোদতরী হাওর বিলাস, স্পিড বোটসহ শ্যালো ইঞ্জিন চালিত সুসজ্জিত নৌকা। যেগুলো ঘণ্টা ও দিন হিসেবে ভাড়া নেন পর্যটকেরা। হাকালুকির হাওরের মাঝখানে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে হাকালুকি হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। সন্ধ্যায় সূর্যাস্ত এখানে মেলে ধরে নয়নাভিরাম দৃশ্য। স্বচ্ছ পানির বুকে রক্তিম সূর্য ডোবা দেখতে বিকেল থেকেই অপেক্ষায় থাকেন শত-শত পর্যটক।
শীত মৌসুমে দেখা যায় হাকালুকি হাওরের অন্যরূপ। হাজার হাজার অতিথি পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে হাওর। এ সময় অতিথি পাখি দেখতে পর্যটকেরা ছুটে আসেন।
হাকালুকি হাওরের পর্যটন ব্যবস্থা নিয়ে স্থানীয় বণিক সমিতির উপদেষ্টা মুহিব উদ্দিন বাদল বলেন, ‘আমরা পরিবেশ ও নিরাপত্তার ব্যাপারে সব সময় সচেতন। আগত পর্যটকদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি আমরা সবাই মিলে খেয়াল রাখি। পর্যটকেরা যেন ভ্রমণে এসে বিড়ম্বনায় না পড়েন এর জন্য নৌ-যানের সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে।’
প্রমোদতরী হাওর বিলাসের মালিক মুজিব চৌধুরী বলেন, ‘হাকালুকি হাওরের পর্যটন ও জীব বৈচিত্র্য আকর্ষণীয়। পর্যটকদের আনন্দ দিতে এখানে হাওর বিলাস ছাড়াও আনা হয়েছে রোমাঞ্চকর জেটস্কি। হাওর বিলাসে রাত্রিযাপনেরও ব্যবস্থা রয়েছে।'
ঢাকা থেকে এখানে বেড়াতে আসা এক দম্পতি জানান, 'এখানে প্রতি বছরই আসি। এখানকার সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশের মতো নয়।'
হাকালুকি হাওরের পর্যটন নিয়ে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী বলেন, 'প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর দান। এখানে প্রায় সারা বছরই পর্যটকেরা আসেন। তাঁদের সেবা করতে এলাকার মানুষ কৃপণতা করে না। আমরা সব সময় সচেতন থাকি যেন কোন বিব্রতকর ঘটনা না ঘটে।’

শীত কিংবা বর্ষা সব ঋতুতেই পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠেছে হাকালুকি হাওর। এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির এ জলাভূমির আয়তন ১৮ হাজার ১১৫ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া ও সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলা জুড়ে বিস্তৃত।
মিনি কক্সবাজার খ্যাত হাকালুকি হাওরে অগণিত ভ্রমণপিয়াসি বেড়াতে আসেন। পর্যটকদের জন্য এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রমোদতরী হাওর বিলাস, স্পিড বোটসহ শ্যালো ইঞ্জিন চালিত সুসজ্জিত নৌকা। যেগুলো ঘণ্টা ও দিন হিসেবে ভাড়া নেন পর্যটকেরা। হাকালুকির হাওরের মাঝখানে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে হাকালুকি হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। সন্ধ্যায় সূর্যাস্ত এখানে মেলে ধরে নয়নাভিরাম দৃশ্য। স্বচ্ছ পানির বুকে রক্তিম সূর্য ডোবা দেখতে বিকেল থেকেই অপেক্ষায় থাকেন শত-শত পর্যটক।
শীত মৌসুমে দেখা যায় হাকালুকি হাওরের অন্যরূপ। হাজার হাজার অতিথি পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে হাওর। এ সময় অতিথি পাখি দেখতে পর্যটকেরা ছুটে আসেন।
হাকালুকি হাওরের পর্যটন ব্যবস্থা নিয়ে স্থানীয় বণিক সমিতির উপদেষ্টা মুহিব উদ্দিন বাদল বলেন, ‘আমরা পরিবেশ ও নিরাপত্তার ব্যাপারে সব সময় সচেতন। আগত পর্যটকদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি আমরা সবাই মিলে খেয়াল রাখি। পর্যটকেরা যেন ভ্রমণে এসে বিড়ম্বনায় না পড়েন এর জন্য নৌ-যানের সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে।’
প্রমোদতরী হাওর বিলাসের মালিক মুজিব চৌধুরী বলেন, ‘হাকালুকি হাওরের পর্যটন ও জীব বৈচিত্র্য আকর্ষণীয়। পর্যটকদের আনন্দ দিতে এখানে হাওর বিলাস ছাড়াও আনা হয়েছে রোমাঞ্চকর জেটস্কি। হাওর বিলাসে রাত্রিযাপনেরও ব্যবস্থা রয়েছে।'
ঢাকা থেকে এখানে বেড়াতে আসা এক দম্পতি জানান, 'এখানে প্রতি বছরই আসি। এখানকার সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশের মতো নয়।'
হাকালুকি হাওরের পর্যটন নিয়ে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইস চৌধুরী বলেন, 'প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর দান। এখানে প্রায় সারা বছরই পর্যটকেরা আসেন। তাঁদের সেবা করতে এলাকার মানুষ কৃপণতা করে না। আমরা সব সময় সচেতন থাকি যেন কোন বিব্রতকর ঘটনা না ঘটে।’

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৭ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
১০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে