
মৌলভীবাজার কমলগঞ্জে শুষ্ক মৌসুম এলেই কৃষিজমির টপ সয়েল বা ওপরের অংশের উর্বর মাটি কেটে নেওয়া হয় ইটভাটায়। এক্সকাভেটরের মাধ্যমে এসব টপ সয়েল কেটে ইটভাটায় নেওয়া হয়। ফলে ফসলি জমির উর্বরতা হারাচ্ছে। এতে একদিকে যেমন ফসল উৎপাদন কম হচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
উপজেলার শমশেরনগর, রহিমপুর, মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে দেখা যায়, এক্সকাভেটরের মাধ্যমে ট্রাক ও ট্রাক্টরে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ভাটায় নেওয়া হচ্ছে। এসব মাটি দিয়ে বানানো হচ্ছে ইট।
স্থানীয়রা জানান, ভাটার মালিকেরা স্বল্প টাকার বিনিময়ে প্রতিবছর বিভিন্ন জমির মালিকদের থেকে জমির উপরিভাগের মাটি কেনেন। আর জমির মালিকেরা টাকার লোভে পড়ে মাটি বিক্রি করেন। যে জমি থেকে মাটি কাটা হয়, সে জমিতে আগের মতো আর ফসল উৎপাদন হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফসলি জমির মালিক বলেন, ‘ইটভাটায় মাটি বিক্রি করেছি। মাটি বিক্রির কারণে জমির ফসল কিছুটা কম উৎপাদন হয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, জমির টপ সয়েল যদি কেটে ফেলা হয়, তাহলে জমির উর্বরশক্তি অনেকটা কমে আসে। ফসল উৎপাদনে মাটির যে প্রধান উপাদান প্রয়োজন, এগুলো জমির উপরিভাগের মধ্যে রয়েছে। ইটভাটায় জমির যে অংশ নেওয়া হয় এগুলো ফসল উৎপাদনের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজওয়ান বলেন, যারা ফসলি জমি থেকে মাটি কেটে ভাটায় নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাইদুল ইসলাম বলেন, মাটি ও বালি আইনে টপ সয়েল কাটার বিষয়টি উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক দেখেন। ফসলি জমি থেকে মাটি কাটা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ইটভাটার বিভিন্ন বিষয় আমরা দেখলেও এ বিষয়টি মাটি ও বালু ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্টরা দেখেন। আমাদের কাছে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজার কমলগঞ্জে শুষ্ক মৌসুম এলেই কৃষিজমির টপ সয়েল বা ওপরের অংশের উর্বর মাটি কেটে নেওয়া হয় ইটভাটায়। এক্সকাভেটরের মাধ্যমে এসব টপ সয়েল কেটে ইটভাটায় নেওয়া হয়। ফলে ফসলি জমির উর্বরতা হারাচ্ছে। এতে একদিকে যেমন ফসল উৎপাদন কম হচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
উপজেলার শমশেরনগর, রহিমপুর, মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে দেখা যায়, এক্সকাভেটরের মাধ্যমে ট্রাক ও ট্রাক্টরে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ভাটায় নেওয়া হচ্ছে। এসব মাটি দিয়ে বানানো হচ্ছে ইট।
স্থানীয়রা জানান, ভাটার মালিকেরা স্বল্প টাকার বিনিময়ে প্রতিবছর বিভিন্ন জমির মালিকদের থেকে জমির উপরিভাগের মাটি কেনেন। আর জমির মালিকেরা টাকার লোভে পড়ে মাটি বিক্রি করেন। যে জমি থেকে মাটি কাটা হয়, সে জমিতে আগের মতো আর ফসল উৎপাদন হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফসলি জমির মালিক বলেন, ‘ইটভাটায় মাটি বিক্রি করেছি। মাটি বিক্রির কারণে জমির ফসল কিছুটা কম উৎপাদন হয়।’
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, জমির টপ সয়েল যদি কেটে ফেলা হয়, তাহলে জমির উর্বরশক্তি অনেকটা কমে আসে। ফসল উৎপাদনে মাটির যে প্রধান উপাদান প্রয়োজন, এগুলো জমির উপরিভাগের মধ্যে রয়েছে। ইটভাটায় জমির যে অংশ নেওয়া হয় এগুলো ফসল উৎপাদনের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজওয়ান বলেন, যারা ফসলি জমি থেকে মাটি কেটে ভাটায় নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাইদুল ইসলাম বলেন, মাটি ও বালি আইনে টপ সয়েল কাটার বিষয়টি উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক দেখেন। ফসলি জমি থেকে মাটি কাটা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ইটভাটার বিভিন্ন বিষয় আমরা দেখলেও এ বিষয়টি মাটি ও বালু ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্টরা দেখেন। আমাদের কাছে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
১৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
২২ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
৩৬ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে