সিলেট প্রতিনিধি

সিলেটে এক আবাসিক হোটেলের ম্যানেজারকে কর্মচারী ছুরিকাঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ম্যানেজারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরের নগরের বন্দরবাজার এলাকার কুটি ভবনের তালহা রেস্ট হাউসে এ ঘটনা ঘটে।
তবে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছে না তালহা রেস্ট হাউস কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তালহা রেস্ট হাউসে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাদেউমা হাটামাহাটা গ্রামের আহাদ মিয়া (২৮) সাত মাস আগে ম্যানেজারের চাকরি নেন। আর এ হোটেলে দেড়-দুই মাস আগে কর্মচারীর চাকরি নেন রাহেল মিয়া নামের এক তরুণ। কিছুদিন আগে ম্যানেজারের সঙ্গে কর্মচারী রাহেলের বাদানুবাদ হয়। পরে হোটেল মালিক বিষয়টি মিটমাট করে দেন।
এদিকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ এ রেস্ট হাউসের ২০৬ নম্বর কক্ষে ছুরিকাঘাতে আহত অবস্থায় ম্যানেজারকে পড়ে থাকতে দেখেন প্রহরী মহিম আলী। তাঁর চিৎকারে হোটেলের অন্যান্য স্টাফ এসে ম্যানেজারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
তালহা রেস্ট হাউসের মালিক ফখরুল ইসলাম বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তবে আহত ম্যানেজার কথা বলতে পারছেন। তিনি জানিয়েছেন, রাহেল তাঁকে ছুরিকাঘাত করেছে। আমরা এখন ওসমানী হাসপাতালে রয়েছি। এখান থেকে গিয়ে বিষয়টি পুলিশকে অবগত করব।’
এ ঘটনার পর থেকে তালহা রেস্ট হাউসের কর্মচারী রাহেল পলাতক রয়েছেন।
এ বিষয়ে নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে জানান, ‘কথাকাটাকাটির জেরে আপেল কাটার ছুরি দিয়ে ঘাই মেরে পালিয়েছে ওই কর্মচারী। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

সিলেটে এক আবাসিক হোটেলের ম্যানেজারকে কর্মচারী ছুরিকাঘাত করেছে বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ম্যানেজারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরের নগরের বন্দরবাজার এলাকার কুটি ভবনের তালহা রেস্ট হাউসে এ ঘটনা ঘটে।
তবে কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছে না তালহা রেস্ট হাউস কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তালহা রেস্ট হাউসে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাদেউমা হাটামাহাটা গ্রামের আহাদ মিয়া (২৮) সাত মাস আগে ম্যানেজারের চাকরি নেন। আর এ হোটেলে দেড়-দুই মাস আগে কর্মচারীর চাকরি নেন রাহেল মিয়া নামের এক তরুণ। কিছুদিন আগে ম্যানেজারের সঙ্গে কর্মচারী রাহেলের বাদানুবাদ হয়। পরে হোটেল মালিক বিষয়টি মিটমাট করে দেন।
এদিকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ এ রেস্ট হাউসের ২০৬ নম্বর কক্ষে ছুরিকাঘাতে আহত অবস্থায় ম্যানেজারকে পড়ে থাকতে দেখেন প্রহরী মহিম আলী। তাঁর চিৎকারে হোটেলের অন্যান্য স্টাফ এসে ম্যানেজারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
তালহা রেস্ট হাউসের মালিক ফখরুল ইসলাম বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তবে আহত ম্যানেজার কথা বলতে পারছেন। তিনি জানিয়েছেন, রাহেল তাঁকে ছুরিকাঘাত করেছে। আমরা এখন ওসমানী হাসপাতালে রয়েছি। এখান থেকে গিয়ে বিষয়টি পুলিশকে অবগত করব।’
এ ঘটনার পর থেকে তালহা রেস্ট হাউসের কর্মচারী রাহেল পলাতক রয়েছেন।
এ বিষয়ে নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে জানান, ‘কথাকাটাকাটির জেরে আপেল কাটার ছুরি দিয়ে ঘাই মেরে পালিয়েছে ওই কর্মচারী। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৪ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৫ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
৫ ঘণ্টা আগে