Ajker Patrika

হবিগঞ্জে ধর্ষণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জে ধর্ষণের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে তাজিম আহমেদ ফারছু (২০) নামের এক ছাত্রলীগ গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা-পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কাজিরখিল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

তাজিম আহমেদ ফারছুর বাড়ি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামে। তিনি সাটিয়াজুরী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন একই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দাদুর রহমান আব্দাল। 

পুলিশ জানায়, প্রতিবন্ধী মেয়েটিকে গত ৩–৪ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে ফারছু। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি পরিবার জানতে পেরে ফারছুর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তাঁর পরিবার সম্মতি না দেওয়ার মেয়ের বাবা গতকাল সোমবার সকালে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যে রাতে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সোমবার সকালে ধর্ষণের অভিযোগে প্রতিবন্ধী মেয়ের পিতা চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার দিন রাতেই অভিযান চালিয়ে আসামি ফারছুকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত