প্রতিনিধি, বিশ্বনাথ (সিলেট)

সিলেটের বিশ্বনাথ উপজেলা দিয়ে প্রবাহমান খাজাঞ্চি নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে চলাচল করছেন এই এলাকার মানুষেরা। ব্রিজ না থাকায় নারী, পুরুষ, শিক্ষার্থী সহ ৪টি ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। তাই দীর্ঘদিন থেকে ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী।
জানা যায়, ব্রিজ নির্মিত হলে লামাকাজি, খাজাঞ্চি, রামপাশা ও অলংকারিসহ ৪টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের জনসাধারণ জেলা ও উপজেলা সদরের সঙ্গে সহজেই যাতায়াত করতে পারতেন। জনপ্রতিনিধিরা অনেকবার আশ্বাস দিলেও এ নিয়ে কেউ কোনো কার্যকর ভুমিকা রাখেনি বলে অভিযোগ এলাকাবাসীর। উপজেলার খাজাঞ্চি নদীর উপড়ে রাজাগঞ্জ বাজার, রামপাশা, চরার বাজার (বৈরাগী বাজার), সোনালি বাংলাবাজার, সিংগেরকাছ বাজার ও টুকের বাজারে ৫টি ব্রিজ নির্মিত হয়েছে। কিন্তু আশুগঞ্জ বাজার এলাকার খাজাঞ্চি নদীর ওপর ব্রিজটি নির্মাণের আশায় ৪০ বছর পেরিয়ে গেলেও সুফল পাননি এলাকাবাসী। তাই দ্রুত ব্রিজটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
মনোহরপুর গ্রামের তাজুল ইসলাম বলেন, আশুগঞ্জ বাজার এলাকার ব্রিজটি নির্মিত হবে হচ্ছে বলেই পেরিয়ে গেছে ৪০ বছর। গর্ভবতী মহিলা ও অসুস্থ নারী-পুরুষ, বিশেষ করে এলাকার করোনা রোগীদের নিয়ে দ্রুত হাসপাতাল পৌঁছতে না পারায় ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। দ্রুত ব্রিজটি নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
বিলপার গ্রামের অ্যাডভোকেট গিয়াস উদ্দীন বলেন, ‘এই ব্রিজের টেন্ডার হয়েছিল। কিন্তু ইঞ্জিয়ারদের ব্যর্থতার কারণে ব্রিজটি করা হয়নি। ২০টি গ্রামের মানুষ আজ বড় অসহায়। স্কুল কলেজ মাদ্রাসার ছেলে মেয়েদের যাতায়াত করতে খুব অসুবিধায় পড়তে হয়। গত বছর এই বাঁশের সাঁকো থেকে পড়ে একটা বাচ্চার কোমরের হাড় ভেঙে যায়। আমাদের দাবি হলো অচিরেই যেন ব্রিজটি নির্মাণ করা হোক।’
এ ব্যাপারে স্থানীয় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দীন বলেন, এই ব্রিজটি না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। এখানে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান থাকায় যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। একটি ব্রিজ হলে এলাকার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হয়। এ ব্রিজটা নির্মাণ করা আমার এলাকার প্রাণের দাবি।
উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো কিছু জানা নেই।’
এ ব্যাপারে স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, ‘আমি একটি স্মারকলিপি পেয়েছি। শিগগিরই উপজেলা প্রকৌশলীকে নিয়ে পরিদর্শনে যাব।’

সিলেটের বিশ্বনাথ উপজেলা দিয়ে প্রবাহমান খাজাঞ্চি নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে চলাচল করছেন এই এলাকার মানুষেরা। ব্রিজ না থাকায় নারী, পুরুষ, শিক্ষার্থী সহ ৪টি ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। তাই দীর্ঘদিন থেকে ব্রিজ নির্মাণের দাবি করে আসলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী।
জানা যায়, ব্রিজ নির্মিত হলে লামাকাজি, খাজাঞ্চি, রামপাশা ও অলংকারিসহ ৪টি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের জনসাধারণ জেলা ও উপজেলা সদরের সঙ্গে সহজেই যাতায়াত করতে পারতেন। জনপ্রতিনিধিরা অনেকবার আশ্বাস দিলেও এ নিয়ে কেউ কোনো কার্যকর ভুমিকা রাখেনি বলে অভিযোগ এলাকাবাসীর। উপজেলার খাজাঞ্চি নদীর উপড়ে রাজাগঞ্জ বাজার, রামপাশা, চরার বাজার (বৈরাগী বাজার), সোনালি বাংলাবাজার, সিংগেরকাছ বাজার ও টুকের বাজারে ৫টি ব্রিজ নির্মিত হয়েছে। কিন্তু আশুগঞ্জ বাজার এলাকার খাজাঞ্চি নদীর ওপর ব্রিজটি নির্মাণের আশায় ৪০ বছর পেরিয়ে গেলেও সুফল পাননি এলাকাবাসী। তাই দ্রুত ব্রিজটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
মনোহরপুর গ্রামের তাজুল ইসলাম বলেন, আশুগঞ্জ বাজার এলাকার ব্রিজটি নির্মিত হবে হচ্ছে বলেই পেরিয়ে গেছে ৪০ বছর। গর্ভবতী মহিলা ও অসুস্থ নারী-পুরুষ, বিশেষ করে এলাকার করোনা রোগীদের নিয়ে দ্রুত হাসপাতাল পৌঁছতে না পারায় ইতিমধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে। দ্রুত ব্রিজটি নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
বিলপার গ্রামের অ্যাডভোকেট গিয়াস উদ্দীন বলেন, ‘এই ব্রিজের টেন্ডার হয়েছিল। কিন্তু ইঞ্জিয়ারদের ব্যর্থতার কারণে ব্রিজটি করা হয়নি। ২০টি গ্রামের মানুষ আজ বড় অসহায়। স্কুল কলেজ মাদ্রাসার ছেলে মেয়েদের যাতায়াত করতে খুব অসুবিধায় পড়তে হয়। গত বছর এই বাঁশের সাঁকো থেকে পড়ে একটা বাচ্চার কোমরের হাড় ভেঙে যায়। আমাদের দাবি হলো অচিরেই যেন ব্রিজটি নির্মাণ করা হোক।’
এ ব্যাপারে স্থানীয় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দীন বলেন, এই ব্রিজটি না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। এখানে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান থাকায় যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। একটি ব্রিজ হলে এলাকার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হয়। এ ব্রিজটা নির্মাণ করা আমার এলাকার প্রাণের দাবি।
উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো কিছু জানা নেই।’
এ ব্যাপারে স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, ‘আমি একটি স্মারকলিপি পেয়েছি। শিগগিরই উপজেলা প্রকৌশলীকে নিয়ে পরিদর্শনে যাব।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে