শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক সজীবুর রহমানের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ রোবরাব (১৭ মার্চ) সকালে ফেসবুকে ‘জালাল উদ্দীন’ নামের এক ফেসবুক আইডি থেকে এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি আজকের পত্রিকার হাতে এসেছে।
এদিকে দীর্ঘ পাঁচ বছর পর আবারও শাবিপ্রবিতে ১৯ মার্চ ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুঞ্জন উঠছে শিগগিরই কমিটি পেতে যাচ্ছে নেতৃত্বশূন্য শাবিপ্রবি ছাত্রলীগ। এরই মধ্যে ভাইরাল হওয়া এই ভিডিও বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।
ভাইরাল হওয়া দুটি ভিডিওর মধ্যে একটি ১৩ সেকেন্ড ও অপরটি ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও। ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সজীবুর রহমান হলের মেঝেতে বসে হাতে একটি সরু কাগজে নেশাজাতীয় দ্রব্য সেবনের জন্য প্রস্তুত করছেন। অপর ভিডিও ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শাহপরান হলের রুমের মধ্যে খাটের ওপর বসে আছেন সজীবুর রহমান। তার সামনে কাচের গ্লাসে নীল পানীয় পরিবেশন করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওটি নিজের নয় দাবি করে মো. সজীবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ভিডিও আমার না। এটা আরেকজনের ভিডিও। আমার চেহারার সঙ্গে সেই চেহারার মিল নেই।’
সাবেক উপদপ্তর সম্পাদক মো. সজীবুর রহমান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনীতি করেন।
আসন্ন কমিটির নেতৃত্বে সজীবুর রহমান প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। বর্তমানে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মিসভা, আসন্ন কমিটি, ক্যাম্পাসে নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব। এর মাঝে ভাইরাল হওয়া এই ভিডিও বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক সজীবুর রহমানের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ রোবরাব (১৭ মার্চ) সকালে ফেসবুকে ‘জালাল উদ্দীন’ নামের এক ফেসবুক আইডি থেকে এই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি আজকের পত্রিকার হাতে এসেছে।
এদিকে দীর্ঘ পাঁচ বছর পর আবারও শাবিপ্রবিতে ১৯ মার্চ ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুঞ্জন উঠছে শিগগিরই কমিটি পেতে যাচ্ছে নেতৃত্বশূন্য শাবিপ্রবি ছাত্রলীগ। এরই মধ্যে ভাইরাল হওয়া এই ভিডিও বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। তবে ছড়িয়ে পড়া ভিডিওটি কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়।
ভাইরাল হওয়া দুটি ভিডিওর মধ্যে একটি ১৩ সেকেন্ড ও অপরটি ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও। ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সজীবুর রহমান হলের মেঝেতে বসে হাতে একটি সরু কাগজে নেশাজাতীয় দ্রব্য সেবনের জন্য প্রস্তুত করছেন। অপর ভিডিও ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শাহপরান হলের রুমের মধ্যে খাটের ওপর বসে আছেন সজীবুর রহমান। তার সামনে কাচের গ্লাসে নীল পানীয় পরিবেশন করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওটি নিজের নয় দাবি করে মো. সজীবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এ ভিডিও আমার না। এটা আরেকজনের ভিডিও। আমার চেহারার সঙ্গে সেই চেহারার মিল নেই।’
সাবেক উপদপ্তর সম্পাদক মো. সজীবুর রহমান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের রাজনীতি করেন।
আসন্ন কমিটির নেতৃত্বে সজীবুর রহমান প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। বর্তমানে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের কর্মিসভা, আসন্ন কমিটি, ক্যাম্পাসে নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব। এর মাঝে ভাইরাল হওয়া এই ভিডিও বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে