নিজস্ব প্রতিবেদক, সিলেট

১০ দফা দাবিতে জনসভার অনুমতি না পাওয়ার প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। আজ রোববার বিকেলে নগরের আম্বরখানা-শাহী ঈদগাহ সড়কে এই বিক্ষোভ মিছিল করে দলটি।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘বলা নাই, কওয়া নাই। আসরের নামাজের পর হঠাৎ করে ঝটিকা মিছিল করে তাঁরা (জামায়াতের নেতা-কর্মী) চলে গেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।’ তবে মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আম্বরখানা থেকে শাহী ঈদগাহ মিছিল সহকারে যেতে অন্তত ২০-২৫ মিনিট লাগে। আর মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ আরও ২৫-৩০ মিনিট। তাহলে ঝটিকা হইলো কীভাবে? আমরা সব সময়ই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী।’
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশ সব রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু সিলেটে ও চট্টগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ জনসভা করতে না দিয়ে সরকার শুধু জামায়াতের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেনি, সংবিধানও লঙ্ঘন করেছে। দেশ-জাতির কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে সরে আসতে পারেনি। একই সঙ্গে তারা প্রমাণ করেছে স্থানীয় প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে।’
মুহাম্মদ ফখরুল আরও বলেন, ‘বর্তমান সরকারের মাধ্যমে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আওয়ামী লীগ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এর আগে আমিরে জামায়াত শফিকুর রহমানসহ সব জাতীয় নেতা ও আলেম-উলামাদের মুক্তি দিতে হবে, জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে এবং বন্ধ করে দেওয়া কেন্দ্রীয়, জেলা ও মহানগরসহ সব কার্যালয় খুলে দিতে হবে। অন্যথায় জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে ফ্যাসিস্ট সরকারের অবৈধ মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।’ ।
মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মিছিল পরবর্তী সমাবেশের পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির সোহেল আহমদ, জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ।

১০ দফা দাবিতে জনসভার অনুমতি না পাওয়ার প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত। আজ রোববার বিকেলে নগরের আম্বরখানা-শাহী ঈদগাহ সড়কে এই বিক্ষোভ মিছিল করে দলটি।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘বলা নাই, কওয়া নাই। আসরের নামাজের পর হঠাৎ করে ঝটিকা মিছিল করে তাঁরা (জামায়াতের নেতা-কর্মী) চলে গেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি।’ তবে মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ‘আম্বরখানা থেকে শাহী ঈদগাহ মিছিল সহকারে যেতে অন্তত ২০-২৫ মিনিট লাগে। আর মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ আরও ২৫-৩০ মিনিট। তাহলে ঝটিকা হইলো কীভাবে? আমরা সব সময়ই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী।’
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশ সব রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু সিলেটে ও চট্টগ্রামে জামায়াতের শান্তিপূর্ণ জনসভা করতে না দিয়ে সরকার শুধু জামায়াতের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেনি, সংবিধানও লঙ্ঘন করেছে। দেশ-জাতির কঠিন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে সরে আসতে পারেনি। একই সঙ্গে তারা প্রমাণ করেছে স্থানীয় প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে।’
মুহাম্মদ ফখরুল আরও বলেন, ‘বর্তমান সরকারের মাধ্যমে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে আওয়ামী লীগ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এর আগে আমিরে জামায়াত শফিকুর রহমানসহ সব জাতীয় নেতা ও আলেম-উলামাদের মুক্তি দিতে হবে, জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ দিতে হবে এবং বন্ধ করে দেওয়া কেন্দ্রীয়, জেলা ও মহানগরসহ সব কার্যালয় খুলে দিতে হবে। অন্যথায় জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে ফ্যাসিস্ট সরকারের অবৈধ মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।’ ।
মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী মিছিল পরবর্তী সমাবেশের পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির সোহেল আহমদ, জেলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমুখ।

সিলেটবাসী এবং ভ্রমণে আসা পর্যটকদের যোগাযোগের অন্যতম মাধ্যম রেলপথ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই রেলযাত্রা হয়ে উঠছে বিরক্তির ও ভোগান্তির। টিকিট-সংকট, জরাজীর্ণ অবকাঠামো, ইঞ্জিনের ত্রুটি ও সংকটের কারণে নিয়মিতই ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হচ্ছে।
৩ মিনিট আগে
খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে