Ajker Patrika

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৪: ০৮
কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের ডাকঘর এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহমেদ সানি (২২) কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ী গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। 

নিহত যুবক কলাবাড়ী থেকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে যাচ্ছিলেন। এ ঘটনায় আহত মোটরসাইকেলের অপর আরোহী শাওনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোটরসাইকেলটি ডাকঘরে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তোফায়েল আহমেদ গুরুতর আহত হন। দ্রুত তাঁকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, এ ঘটনায় ট্রাক আটক করে থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত