নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-ম্যানচেস্টার রুটে সম্ভাব্য ফ্লাইট বন্ধের প্রতিবাদে সভা এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রবাস বাংলা ইউকের আয়োজনে আজ বুধবার দুপুরে সিলেট নগরের দরগা গেট এলাকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। স্বাগত বক্তব্য দেন প্রবাস বাংলা টিভির সিলেটের ব্যুরো প্রধান শফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। বক্তব্য দেন এনটিভি সিলেটের ভিডিও জার্নালিস্ট আনিস রহমান, একাত্তর টিভির রিপোর্টার হোসাইন আহমদ সুজাত, সময় টেলিভিশনের সিলেট প্রতিনিধি অপু বণিক, রাজন আহমদ আরিয়ান প্রমুখ।
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধের আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা। এ নিয়ে বাংলাদেশ বিমানের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। তবে টিকেটিং সিস্টেম ক্লোজ রয়েছে আগামী মে মাস থেকে। ফলে অতীত অভিজ্ঞতার আলোকে প্রবাসীরা ধারণা করছেন, এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এ নিয়ে উত্তর যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্ভাব্য দুটি কারণে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একটি হচ্ছে যাত্রী সংকট, অন্যটি বিমানের উড়োজাহাজ সংকট। তবে যাত্রী সংকটের অভিযোগ মানতে নারাজ প্রবাসীরা।
আজকের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আমরা একটি অস্পষ্ট বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি। কেননা বিমান কর্তৃপক্ষ এই রুটে বিমান ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি। একশ্রেণির দালাল যারা আমাদের দেশের ভালো চায় না, তারাই বুকিংয়ের জন্য যাত্রীদের হয়রানি করছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে সুগভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। প্রবাসীরা কেন এই রুটের টিকিট পাচ্ছেন না, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অন্তত সাড়ে ৩ কোটি মানুষের এই ফ্লাইটের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তবে কেন এই রুটে ফ্লাইট বন্ধের পাঁয়তারা চলছে, এ বিষয়ে আপনারা প্রশ্ন তুলুন।’
রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, ‘সিলেট-ম্যানচেস্টার রুটে অনেক বয়স্ক প্রবাসী যাতায়াত করে থাকেন। তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার কাম্য নয়। আমরা বিস্মিত হই, বিমান বাংলাদেশে এখনো ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা বসে আছে। প্রবাস বাংলা ইউকে এর প্রতিবাদ করায় আমি তাদের ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকেই এ ব্যাপারে কথা বলব। সমাজ সচেতন ব্যক্তিরা কথা বললে এ ষড়যন্ত্র বা কূটকৌশল বাস্তবায়ন হবে না। এটা সিলেটবাসী মেনে নেবে না।’

সিলেট-ম্যানচেস্টার রুটে সম্ভাব্য ফ্লাইট বন্ধের প্রতিবাদে সভা এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রবাস বাংলা ইউকের আয়োজনে আজ বুধবার দুপুরে সিলেট নগরের দরগা গেট এলাকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। স্বাগত বক্তব্য দেন প্রবাস বাংলা টিভির সিলেটের ব্যুরো প্রধান শফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। বক্তব্য দেন এনটিভি সিলেটের ভিডিও জার্নালিস্ট আনিস রহমান, একাত্তর টিভির রিপোর্টার হোসাইন আহমদ সুজাত, সময় টেলিভিশনের সিলেট প্রতিনিধি অপু বণিক, রাজন আহমদ আরিয়ান প্রমুখ।
সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধের আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা। এ নিয়ে বাংলাদেশ বিমানের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। তবে টিকেটিং সিস্টেম ক্লোজ রয়েছে আগামী মে মাস থেকে। ফলে অতীত অভিজ্ঞতার আলোকে প্রবাসীরা ধারণা করছেন, এপ্রিলের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এ নিয়ে উত্তর যুক্তরাজ্যের প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্ভাব্য দুটি কারণে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। একটি হচ্ছে যাত্রী সংকট, অন্যটি বিমানের উড়োজাহাজ সংকট। তবে যাত্রী সংকটের অভিযোগ মানতে নারাজ প্রবাসীরা।
আজকের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আমরা একটি অস্পষ্ট বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি। কেননা বিমান কর্তৃপক্ষ এই রুটে বিমান ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি। একশ্রেণির দালাল যারা আমাদের দেশের ভালো চায় না, তারাই বুকিংয়ের জন্য যাত্রীদের হয়রানি করছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে সুগভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। প্রবাসীরা কেন এই রুটের টিকিট পাচ্ছেন না, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। অন্তত সাড়ে ৩ কোটি মানুষের এই ফ্লাইটের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তবে কেন এই রুটে ফ্লাইট বন্ধের পাঁয়তারা চলছে, এ বিষয়ে আপনারা প্রশ্ন তুলুন।’
রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, ‘সিলেট-ম্যানচেস্টার রুটে অনেক বয়স্ক প্রবাসী যাতায়াত করে থাকেন। তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার কাম্য নয়। আমরা বিস্মিত হই, বিমান বাংলাদেশে এখনো ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা বসে আছে। প্রবাস বাংলা ইউকে এর প্রতিবাদ করায় আমি তাদের ধন্যবাদ জানাই। আমরা প্রত্যেকেই এ ব্যাপারে কথা বলব। সমাজ সচেতন ব্যক্তিরা কথা বললে এ ষড়যন্ত্র বা কূটকৌশল বাস্তবায়ন হবে না। এটা সিলেটবাসী মেনে নেবে না।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে