নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে বাদ পড়েছেন আওয়ামী লীগে হেভিওয়েট দুজন সংসদ সদস্য। এদের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের স্থানে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী।
আর হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন আহমেদের ছেলে জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
এর আগে গতকাল রোববার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়ে ডা. মুশফিক হুসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের জন্য দীর্ঘদিন আমি কাজ করেছি, তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন দেওয়ায় আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’
হবিগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’
এদিকে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে নৌকার মনোনয়ন পাওয়া নেতাদের কর্মী সমর্থকেরা আনন্দ–উল্লাসে মেতে ওঠেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকা মার্কাসহ নেতাদের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আপলোড করেন। অনেকস্থানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থকদের মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে বাদ পড়েছেন আওয়ামী লীগে হেভিওয়েট দুজন সংসদ সদস্য। এদের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ছেলে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের স্থানে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী।
আর হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন আহমেদের ছেলে জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
এর আগে গতকাল রোববার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়ে ডা. মুশফিক হুসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের জন্য দীর্ঘদিন আমি কাজ করেছি, তৃণমূল থেকে ছাত্র রাজনীতি করে আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন দেওয়ায় আমি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’
হবিগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘আমি ও আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’
এদিকে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে নৌকার মনোনয়ন পাওয়া নেতাদের কর্মী সমর্থকেরা আনন্দ–উল্লাসে মেতে ওঠেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকা মার্কাসহ নেতাদের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আপলোড করেন। অনেকস্থানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থকদের মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
৫ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে