প্রতিনিধি

সিলেট: সারাদেশে চলমান ‘চলাচলে নিষেধাজ্ঞা’য় সীমিত সময় ব্যাংক লেনদেন চলছে। এমন পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, মোবাইল অপারেটর রবি ও গ্রামীণফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট। মাইকিং করে এমন নির্দেশনা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা।
শনিবার সিলেট নগরীতে মাইকিংয়ে বলা হয়, যথাসময়ে গ্রাহকদের মোবাইল অপারেটর বিকাশ, রবি এবং গ্রামীণফোনের মাধ্যমে বিল পরিশোধ করতে অনুরোধ করা হলো।
বিদ্যুৎ বিভাগের এ ঘোষণায় গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সোবহানীঘাট এলাকার বাসিন্দা রুবেল মিয়া জানান, ‘লকডাউনে আমরা নানা সংকটের মধ্য দিয়ে দিন পার করছি। এ অবস্থায় বিদ্যুৎ বিল পরিশোধে সময় বাড়িয়ে দেওয়া উচিত ছিল। অথচ মাইকিং করে যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হচ্ছে। অন্যথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কথা বলা হচ্ছে। এটা মানুষের উপর জুলুম করা ছাড়া কিছু না।’
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ কেন্দ্র সিলেট-১ এর প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন,এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না। নির্ধারিত সময়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এজন্য আমরা প্রচারণা চালাচ্ছি। বিল পরিশোধে বিকাশ, রবি ও গ্রামীণফোন, এই তিন মাধ্যমকে আপাতত অনুমোদন করা হয়েছে।
প্রসঙ্গত, বিকাশের মোবাইল ব্যাংকিংয়ের মতো রবি, গ্রামীণফোনে টাকা রিচার্জ করেও ম্যাসেজের মাধ্যমে বিল পরিশোধ করা যায়।

সিলেট: সারাদেশে চলমান ‘চলাচলে নিষেধাজ্ঞা’য় সীমিত সময় ব্যাংক লেনদেন চলছে। এমন পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, মোবাইল অপারেটর রবি ও গ্রামীণফোনের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট। মাইকিং করে এমন নির্দেশনা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা।
শনিবার সিলেট নগরীতে মাইকিংয়ে বলা হয়, যথাসময়ে গ্রাহকদের মোবাইল অপারেটর বিকাশ, রবি এবং গ্রামীণফোনের মাধ্যমে বিল পরিশোধ করতে অনুরোধ করা হলো।
বিদ্যুৎ বিভাগের এ ঘোষণায় গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সোবহানীঘাট এলাকার বাসিন্দা রুবেল মিয়া জানান, ‘লকডাউনে আমরা নানা সংকটের মধ্য দিয়ে দিন পার করছি। এ অবস্থায় বিদ্যুৎ বিল পরিশোধে সময় বাড়িয়ে দেওয়া উচিত ছিল। অথচ মাইকিং করে যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হচ্ছে। অন্যথায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার কথা বলা হচ্ছে। এটা মানুষের উপর জুলুম করা ছাড়া কিছু না।’
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ কেন্দ্র সিলেট-১ এর প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন,এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারি না। নির্ধারিত সময়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এজন্য আমরা প্রচারণা চালাচ্ছি। বিল পরিশোধে বিকাশ, রবি ও গ্রামীণফোন, এই তিন মাধ্যমকে আপাতত অনুমোদন করা হয়েছে।
প্রসঙ্গত, বিকাশের মোবাইল ব্যাংকিংয়ের মতো রবি, গ্রামীণফোনে টাকা রিচার্জ করেও ম্যাসেজের মাধ্যমে বিল পরিশোধ করা যায়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে