সিলেট প্রতিনিধি

সিলেটে এক নারীকে স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনার প্রাথমিক সুরাহা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালত ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে জরিমানা আদায়ের পর ছেড়ে দিয়েছেন।
কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে নগরের লামাবাজারে হাতাহাতির ঘটনার পর স্থানীয়রা তিনজনকেই পুলিশের কাছে সোপর্দ করে। সিলেটের শাহ্পরান থানা-পুলিশ তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। তবে ঘটনাস্থল কোতোয়ালি থানায় হওয়ায় তাঁদের কোতোয়ালিতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ওই সময় থানা থেকে সটকে পড়ে প্রথম স্বামী খোকন।
পরে দ্বিতীয় স্বামী কবিরসহ তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে কোতোয়ালি থানায় পাঠানো হয়। বৃহস্পতিবার দিন গড়িয়ে গেলেও খোকনের আর খোঁজ পাওয়া যায়নি। তিনি থানায় তাঁর স্ত্রী ও তাঁর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি। পরে বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানা-পুলিশ ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে আদালতে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে জানান, কেউ মামলা না করায় তাঁদের মেট্রো আদালতে সোপর্দ করা হয়। কেউ মামলা করলে আমরা বিষয়টি বিবেচনায় নিতাম। কিন্তু দিনভর অপেক্ষার পরও কেউ মামলা দেননি।
এ ব্যাপারে সিলেটের কোর্ট পুলিশের প্রসিউকিশন কর্মকর্তা এএসআই মাসুদ আহমদ আজকের পত্রিকাকে জানান, মেট্রো আইনে তাঁদের আদালতে পাঠানো হয়। পরে জরিমানা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বিকালেই তাঁরা জামিন পান।

সিলেটে এক নারীকে স্ত্রী দাবি করে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনার প্রাথমিক সুরাহা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালত ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে জরিমানা আদায়ের পর ছেড়ে দিয়েছেন।
কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে নগরের লামাবাজারে হাতাহাতির ঘটনার পর স্থানীয়রা তিনজনকেই পুলিশের কাছে সোপর্দ করে। সিলেটের শাহ্পরান থানা-পুলিশ তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। তবে ঘটনাস্থল কোতোয়ালি থানায় হওয়ায় তাঁদের কোতোয়ালিতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। ওই সময় থানা থেকে সটকে পড়ে প্রথম স্বামী খোকন।
পরে দ্বিতীয় স্বামী কবিরসহ তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে কোতোয়ালি থানায় পাঠানো হয়। বৃহস্পতিবার দিন গড়িয়ে গেলেও খোকনের আর খোঁজ পাওয়া যায়নি। তিনি থানায় তাঁর স্ত্রী ও তাঁর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি। পরে বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানা-পুলিশ ওই নারী ও তাঁর দ্বিতীয় স্বামী কবিরকে আদালতে পাঠায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ আজকের পত্রিকাকে জানান, কেউ মামলা না করায় তাঁদের মেট্রো আদালতে সোপর্দ করা হয়। কেউ মামলা করলে আমরা বিষয়টি বিবেচনায় নিতাম। কিন্তু দিনভর অপেক্ষার পরও কেউ মামলা দেননি।
এ ব্যাপারে সিলেটের কোর্ট পুলিশের প্রসিউকিশন কর্মকর্তা এএসআই মাসুদ আহমদ আজকের পত্রিকাকে জানান, মেট্রো আইনে তাঁদের আদালতে পাঠানো হয়। পরে জরিমানা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। বিকালেই তাঁরা জামিন পান।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১৫ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩০ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে