Ajker Patrika

শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম চা নিলাম

শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম চা নিলাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল মৌসুমের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। চা নিলাম কেন্দ্রে চা-বোর্ড নির্ধারিত সর্বনিম্ন মূল্যে এই চা নিলাম হয়। এতে খুশি চা-বাগান ও নিলাম-সংশ্লিষ্টরা। 

আজ বৃহস্পতিবার সকালে থেকে শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে অস্থায়ী চা নিলাম কেন্দ্রে এ নিলাম অনুষ্ঠিত হয়।  

নিলামে তিনটি ব্রোকার্স কোম্পানি অংশগ্রহণ করে। এগুলো হলো—শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেড, জালালাবাদ টি ব্রোকার্স লিমিটেড ও রুপসী বাংলা টি ব্রোকার্স।  

শ্রীমঙ্গল টি ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল আহমদ বলেন, মৌসুমের প্রথম নিলামে প্রায় ৮৫ হাজার কেজি চা নিলামের জন্য উপস্থাপন করা হয়। যায় আনুমানিক মূল্য প্রায় ১ কোটি  ৭৫ লাখ টাকা। লিকার রেটিংয়ের ওপর ভিত্তি করে নিলামে তোলা চায়ের গ্রেড ভাগ করে সর্বনিম্ন মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

নিলাম চলাকালে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি নিলাম কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. ইসমাইল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত