নিজস্ব প্রতিবেদক সিলেট

বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল হোসেন পাটোয়ারি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই-আড়াই বছর ধরে তাঁরা চাকরিচ্যুত। এটা তো প্রথম উপাচার্য থাকাকালে এই অনিয়মগুলো হয়েছে। ১১২ জনের জায়গায় ২৫০ জন বেশি নিয়োগ দেওয়া হয়। এতে অনেক অনিয়ম হয়। এখন এগুলো সব আমার ওপরে চাপালে হবে? আগের ভিসিও তো পারেন নাই এটা করতে। আমি তো সিন্ডিকেট মিটিং একটা করেছি। তাঁরা (সিন্ডিকেট) আলোচনা করে বলছে, আগামী সিন্ডিকেটে আরও বিস্তারিত আলোচনার জন্য। এখন বলার সঙ্গে সঙ্গে কী সবকিছু করা যায়?’
উপাচার্য আরও বলেন, ‘৪৮ ঘণ্টার আলটিমেটাম তো তাঁরা দিতে পারেন না। তাঁরা তো আমাদের রেগুলার স্টাফ না। আড়াই বছর ধরে তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না। মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তাঁদের চাকরি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় সেই নির্দেশ প্রত্যাহার না করলে এখন আমি কীভাবে তাঁদের রেগুলার করব? সংবিধিও এখনো পাস হয়নি। রেগুলার নেওয়ারও এখানে কোনো স্কোপ নাই। তাঁরা যাদের মাধ্যমে চাকরিতে এসেছিলেন, তাদের ধরেন না কেন? আমি যতটুকু পারি চেষ্টা করছি, দেখি কতটুকু পারি। প্রেসার দিয়ে তো লাভ নাই।’
সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাজী মাসুদ। উপাচার্যকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে কাজী মাসুদ বলেন, ‘আগামী ১ সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে ওই সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে উপাচার্য মহোদয়কে ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো। অন্যথায় দাবি আদায়ে আমরা ব্লকেড কর্মসূচিসহ অন্যান্য কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ সংবাদ সম্মেলনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দেন বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল হোসেন পাটোয়ারি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই-আড়াই বছর ধরে তাঁরা চাকরিচ্যুত। এটা তো প্রথম উপাচার্য থাকাকালে এই অনিয়মগুলো হয়েছে। ১১২ জনের জায়গায় ২৫০ জন বেশি নিয়োগ দেওয়া হয়। এতে অনেক অনিয়ম হয়। এখন এগুলো সব আমার ওপরে চাপালে হবে? আগের ভিসিও তো পারেন নাই এটা করতে। আমি তো সিন্ডিকেট মিটিং একটা করেছি। তাঁরা (সিন্ডিকেট) আলোচনা করে বলছে, আগামী সিন্ডিকেটে আরও বিস্তারিত আলোচনার জন্য। এখন বলার সঙ্গে সঙ্গে কী সবকিছু করা যায়?’
উপাচার্য আরও বলেন, ‘৪৮ ঘণ্টার আলটিমেটাম তো তাঁরা দিতে পারেন না। তাঁরা তো আমাদের রেগুলার স্টাফ না। আড়াই বছর ধরে তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না। মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তাঁদের চাকরি বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় সেই নির্দেশ প্রত্যাহার না করলে এখন আমি কীভাবে তাঁদের রেগুলার করব? সংবিধিও এখনো পাস হয়নি। রেগুলার নেওয়ারও এখানে কোনো স্কোপ নাই। তাঁরা যাদের মাধ্যমে চাকরিতে এসেছিলেন, তাদের ধরেন না কেন? আমি যতটুকু পারি চেষ্টা করছি, দেখি কতটুকু পারি। প্রেসার দিয়ে তো লাভ নাই।’
সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাজী মাসুদ। উপাচার্যকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে কাজী মাসুদ বলেন, ‘আগামী ১ সপ্তাহের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে ওই সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে উপাচার্য মহোদয়কে ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো। অন্যথায় দাবি আদায়ে আমরা ব্লকেড কর্মসূচিসহ অন্যান্য কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ সংবাদ সম্মেলনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৩ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে