সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর খুন ও ধর্ষণের পৃথক দুই মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
দলবদ্ধ ধর্ষণ মামলায় দণ্ডিতরা আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয়নগর গ্রামের নুরুল হক, সুরুজ্জামান ও ইব্রাহিমপুর গ্রামের আব্দুল মালেক। অপর ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হলেন জগন্নাথপুর উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা আব্দুল রশিদ ওরফে শহীদ।
দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৫ এপ্রিল সদর উপজেলার একটি গ্রামের এক নারীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নুরুল হক, সুরুজ্জামান ও আব্দুল মালেক। এর পর ওই নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় খুন হওয়া নারীর ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন। ওই মামলার আসামি নুরুল হক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ দীর্ঘ তদন্তের পর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অপর ধর্ষণ মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪মে জেলার জগন্নাথপুর উপজেলার এক কিশোরীকে ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন আব্দুল রশিদ ওরফে শহীদ। এর পর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে এবং পুত্র সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে জগন্নাথপুর থানায় শহীদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। এই মামলায় ৭ জনের সাক্ষ্য নেন আদালত।
এ ছাড়া বিষয়টি ডিএনএ টেস্টে প্রমাণিত হয়। এই মামলায় অভিযুক্ত আব্দুল রশিদ ওরফে শহীদকে যাবজ্জীবন শ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং নগদ ১ লাখ টাকা জরিমানা করেন।

সুনামগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর খুন ও ধর্ষণের পৃথক দুই মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
দলবদ্ধ ধর্ষণ মামলায় দণ্ডিতরা আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয়নগর গ্রামের নুরুল হক, সুরুজ্জামান ও ইব্রাহিমপুর গ্রামের আব্দুল মালেক। অপর ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি হলেন জগন্নাথপুর উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা আব্দুল রশিদ ওরফে শহীদ।
দলবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৫ এপ্রিল সদর উপজেলার একটি গ্রামের এক নারীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নুরুল হক, সুরুজ্জামান ও আব্দুল মালেক। এর পর ওই নারীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় খুন হওয়া নারীর ভাই বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন। ওই মামলার আসামি নুরুল হক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ দীর্ঘ তদন্তের পর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অপর ধর্ষণ মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৪মে জেলার জগন্নাথপুর উপজেলার এক কিশোরীকে ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন আব্দুল রশিদ ওরফে শহীদ। এর পর ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে এবং পুত্র সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে জগন্নাথপুর থানায় শহীদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করে। এই মামলায় ৭ জনের সাক্ষ্য নেন আদালত।
এ ছাড়া বিষয়টি ডিএনএ টেস্টে প্রমাণিত হয়। এই মামলায় অভিযুক্ত আব্দুল রশিদ ওরফে শহীদকে যাবজ্জীবন শ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং নগদ ১ লাখ টাকা জরিমানা করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে