প্রতিনিধি, বিয়ানীবাজার (সিলেট)

মার্কিন নারী সেজে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমরান আহমদ (৩২) । কয়েক মাস প্রেম করার পর বিয়ে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন প্রায় পৌনে পাঁচ লাখ টাকা। হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভুক্তভোগী যুবকের সন্দেহ হলে গত শুক্রবার বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়, কথিত প্রেমিকা আসলে একজন পুরুষ। তিনি সিলেটের শেখঘাট এলাকায় বসবাস করেন। গতকাল বুধবার বিয়ানীবাজার থানা–পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত হয়। সেদিনই সিলেট কোতোয়ালি থানা–পুলিশের সহযোগিতায় নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়া জমিদার বাড়ির বাসা থেকে তাঁকে রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়। নারী সেজে প্রতারণা করা যুবক ইমরান আহমদ নগরীর শেখঘাট এলাকার মৃত ইকবাল আহমদের ছেলে।
জিডি ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক ইমরান আহমদ মার্কিন তরুণী নাজহা আক্তার ছাভা নাম নিয়ে যুবক সুলতান আহমদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ফেসবুক থেকে পরিচয়ের পর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। নারী কণ্ঠের মাধুর্য দিয়ে সুলতান আহমদকে প্রেমের ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে নানা সময় টাকা নেন ইমরান আহমদ। সুলতানকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নেন ৪ লাখ ৬০ হাজার টাকা। যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রক্রিয়া সমপন্ন করতে এসব টাকা ব্যয় হচ্ছে বলে সুলতানকে জানান তিনি। গত ঈদুল আজহায় প্রতারক ইমরানের সঙ্গে আলাপে সন্দেহ হয় ভিকটিম সুলতান আহমদের। তিনি বিয়ানীবাজার থানায় জিডি করেন।
বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) রুমেন বলেন, প্রতারক ইমরান আহমদের কণ্ঠ প্রাকৃতিকভাবে নারীর মতো। ফলে খুব সহজে সুলতানকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেন। আমরা তাঁর জিডি ও মোবাইল নম্বর ধরে প্রযুক্তির সহায়তায় তদন্তে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে সিলেট থেকে গ্রেপ্তার করেছি। প্রতারক ইমরানের স্ত্রী–সন্তান রয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গ্রেপ্তারকৃত ইমরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা শিকার করেছেন। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মার্কিন নারী সেজে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইমরান আহমদ (৩২) । কয়েক মাস প্রেম করার পর বিয়ে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন প্রায় পৌনে পাঁচ লাখ টাকা। হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভুক্তভোগী যুবকের সন্দেহ হলে গত শুক্রবার বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয়, কথিত প্রেমিকা আসলে একজন পুরুষ। তিনি সিলেটের শেখঘাট এলাকায় বসবাস করেন। গতকাল বুধবার বিয়ানীবাজার থানা–পুলিশ তাঁর অবস্থান নিশ্চিত হয়। সেদিনই সিলেট কোতোয়ালি থানা–পুলিশের সহযোগিতায় নগরীর শেখঘাট এলাকার জিতু মিয়া জমিদার বাড়ির বাসা থেকে তাঁকে রাত ৮টার দিকে গ্রেপ্তার করা হয়। নারী সেজে প্রতারণা করা যুবক ইমরান আহমদ নগরীর শেখঘাট এলাকার মৃত ইকবাল আহমদের ছেলে।
জিডি ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক ইমরান আহমদ মার্কিন তরুণী নাজহা আক্তার ছাভা নাম নিয়ে যুবক সুলতান আহমদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ফেসবুক থেকে পরিচয়ের পর ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। নারী কণ্ঠের মাধুর্য দিয়ে সুলতান আহমদকে প্রেমের ফাঁদে ফেলে বিকাশের মাধ্যমে নানা সময় টাকা নেন ইমরান আহমদ। সুলতানকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নেন ৪ লাখ ৬০ হাজার টাকা। যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রক্রিয়া সমপন্ন করতে এসব টাকা ব্যয় হচ্ছে বলে সুলতানকে জানান তিনি। গত ঈদুল আজহায় প্রতারক ইমরানের সঙ্গে আলাপে সন্দেহ হয় ভিকটিম সুলতান আহমদের। তিনি বিয়ানীবাজার থানায় জিডি করেন।
বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) রুমেন বলেন, প্রতারক ইমরান আহমদের কণ্ঠ প্রাকৃতিকভাবে নারীর মতো। ফলে খুব সহজে সুলতানকে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেন। আমরা তাঁর জিডি ও মোবাইল নম্বর ধরে প্রযুক্তির সহায়তায় তদন্তে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে সিলেট থেকে গ্রেপ্তার করেছি। প্রতারক ইমরানের স্ত্রী–সন্তান রয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গ্রেপ্তারকৃত ইমরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা শিকার করেছেন। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২১ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৬ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে