সিলেট প্রতিনিধি

শিক্ষক ও হলের পানিসংকট দূরীকরণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তাঁরা। এতে করে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তারা।
পরে রাত ৯টার দিকে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হন তাঁরা।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকের সংকট ও বঙ্গবন্ধু হলের পানির সমস্যা নিয়ে গতকাল দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। এ সময় কোনো সমাধান না আসায় তাঁরা অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেন। পরে প্রশাসনিক ভবনের সামনের সিঁড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।
এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী দিলওয়ার হোসেন রাহী বলেন, ‘দীর্ঘদিন ধরে ইতিহাস বিভাগে শিক্ষকের সংকট, হলের পানির সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল শিক্ষার্থীরা অধ্যক্ষ-উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেছেন। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। দ্রুত এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।’
মুক্ত হওয়ার পর যোগাযোগ করা না গেলেও সন্ধ্যার দিকে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘প্রশাসনিক ভবনের তিনটি গেটেই তালা দেওয়া। আমি, ভাইস প্রিন্সিপালসহ আরও অনেকে অবরুদ্ধ হয়ে পড়েছি।’
তিনি আরও বলেন, ‘হলে পানির সমস্যা দূর করতে লাইন লাগিয়ে দিয়েছি। কিছুটা সমস্যা লাঘব হয়েছে। বাজেট না এলে আমি তো কাজ করতে পারছি না। ইতিহাস বিভাগে শিক্ষক নেই, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। এটার সমাধান তো আমার হাতে নেই।’
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘কলেজের অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক কলেজে অবরুদ্ধ ছিলেন। পরে রাত ৯টার দিকে তাঁদের বের করা হয়েছে। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

শিক্ষক ও হলের পানিসংকট দূরীকরণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা দেন তাঁরা। এতে করে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তারা।
পরে রাত ৯টার দিকে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুক্ত হন তাঁরা।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকের সংকট ও বঙ্গবন্ধু হলের পানির সমস্যা নিয়ে গতকাল দুপুরে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। এ সময় কোনো সমাধান না আসায় তাঁরা অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেন। পরে প্রশাসনিক ভবনের সামনের সিঁড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ করেন।
এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী দিলওয়ার হোসেন রাহী বলেন, ‘দীর্ঘদিন ধরে ইতিহাস বিভাগে শিক্ষকের সংকট, হলের পানির সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গতকাল শিক্ষার্থীরা অধ্যক্ষ-উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেছেন। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। দ্রুত এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।’
মুক্ত হওয়ার পর যোগাযোগ করা না গেলেও সন্ধ্যার দিকে অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘প্রশাসনিক ভবনের তিনটি গেটেই তালা দেওয়া। আমি, ভাইস প্রিন্সিপালসহ আরও অনেকে অবরুদ্ধ হয়ে পড়েছি।’
তিনি আরও বলেন, ‘হলে পানির সমস্যা দূর করতে লাইন লাগিয়ে দিয়েছি। কিছুটা সমস্যা লাঘব হয়েছে। বাজেট না এলে আমি তো কাজ করতে পারছি না। ইতিহাস বিভাগে শিক্ষক নেই, এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। এটার সমাধান তো আমার হাতে নেই।’
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ‘কলেজের অধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক কলেজে অবরুদ্ধ ছিলেন। পরে রাত ৯টার দিকে তাঁদের বের করা হয়েছে। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে