বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণার মিছিল করতে গিয়ে এক ইউপি সদস্য প্রার্থী মারা গেছেন। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম শাহ শফিক মিয়া। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শফিক মিয়া কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় জন্য মিছিলে বের হন। মিছিলটি ওয়ার্ডের দক্ষিণ গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পৌঁছালে শফিক মিয়া মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সেখান থেকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শফিক মিয়ার ছোট ভাই শাহ জবির মিয়া জানান, শফিক মিয়া ডায়াবেটিসের রোগী ছিলেন। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, নির্বাচনী এজেন্ট ফরম সংগ্রহের জন্য দুপুরের দিকে শফিক মিয়া নির্বাচন অফিসে এসেছিলেন। তাঁর মৃত্যুর পর এই ওয়ার্ডে অন্যান্য প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারণা, পথসভা, উঠান বৈঠক ও মিছিল শিথিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ওয়ার্ডে শফিক মিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম জফুর বলেন, ওনার মৃত্যুতে নির্বাচনী আমেজ অনেকটাই ভাটা পড়ে গেছে। প্রতিহিংসা নয় আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।
স্থানীয়রা জানান, ক্রীড়া অনুরাগী ও সংস্কৃতমনা শফিক মেম্বার খুবই সহজ-সরল একজন মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় চক পীরপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মৃত দেহের দাফন সম্পন্ন করা হয়।

সিলেটের বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণার মিছিল করতে গিয়ে এক ইউপি সদস্য প্রার্থী মারা গেছেন। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম শাহ শফিক মিয়া। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শফিক মিয়া কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় জন্য মিছিলে বের হন। মিছিলটি ওয়ার্ডের দক্ষিণ গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পৌঁছালে শফিক মিয়া মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সেখান থেকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শফিক মিয়ার ছোট ভাই শাহ জবির মিয়া জানান, শফিক মিয়া ডায়াবেটিসের রোগী ছিলেন। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, নির্বাচনী এজেন্ট ফরম সংগ্রহের জন্য দুপুরের দিকে শফিক মিয়া নির্বাচন অফিসে এসেছিলেন। তাঁর মৃত্যুর পর এই ওয়ার্ডে অন্যান্য প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারণা, পথসভা, উঠান বৈঠক ও মিছিল শিথিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ওয়ার্ডে শফিক মিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম জফুর বলেন, ওনার মৃত্যুতে নির্বাচনী আমেজ অনেকটাই ভাটা পড়ে গেছে। প্রতিহিংসা নয় আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।
স্থানীয়রা জানান, ক্রীড়া অনুরাগী ও সংস্কৃতমনা শফিক মেম্বার খুবই সহজ-সরল একজন মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় চক পীরপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মৃত দেহের দাফন সম্পন্ন করা হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১০ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে