বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণার মিছিল করতে গিয়ে এক ইউপি সদস্য প্রার্থী মারা গেছেন। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম শাহ শফিক মিয়া। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শফিক মিয়া কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় জন্য মিছিলে বের হন। মিছিলটি ওয়ার্ডের দক্ষিণ গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পৌঁছালে শফিক মিয়া মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সেখান থেকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শফিক মিয়ার ছোট ভাই শাহ জবির মিয়া জানান, শফিক মিয়া ডায়াবেটিসের রোগী ছিলেন। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, নির্বাচনী এজেন্ট ফরম সংগ্রহের জন্য দুপুরের দিকে শফিক মিয়া নির্বাচন অফিসে এসেছিলেন। তাঁর মৃত্যুর পর এই ওয়ার্ডে অন্যান্য প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারণা, পথসভা, উঠান বৈঠক ও মিছিল শিথিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ওয়ার্ডে শফিক মিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম জফুর বলেন, ওনার মৃত্যুতে নির্বাচনী আমেজ অনেকটাই ভাটা পড়ে গেছে। প্রতিহিংসা নয় আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।
স্থানীয়রা জানান, ক্রীড়া অনুরাগী ও সংস্কৃতমনা শফিক মেম্বার খুবই সহজ-সরল একজন মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় চক পীরপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মৃত দেহের দাফন সম্পন্ন করা হয়।

সিলেটের বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণার মিছিল করতে গিয়ে এক ইউপি সদস্য প্রার্থী মারা গেছেন। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম শাহ শফিক মিয়া। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শফিক মিয়া কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় জন্য মিছিলে বের হন। মিছিলটি ওয়ার্ডের দক্ষিণ গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পৌঁছালে শফিক মিয়া মাথা ঘুরে মাটিতে পড়ে যান। সেখান থেকে দ্রুত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শফিক মিয়ার ছোট ভাই শাহ জবির মিয়া জানান, শফিক মিয়া ডায়াবেটিসের রোগী ছিলেন। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, নির্বাচনী এজেন্ট ফরম সংগ্রহের জন্য দুপুরের দিকে শফিক মিয়া নির্বাচন অফিসে এসেছিলেন। তাঁর মৃত্যুর পর এই ওয়ার্ডে অন্যান্য প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারণা, পথসভা, উঠান বৈঠক ও মিছিল শিথিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই ওয়ার্ডে শফিক মিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম জফুর বলেন, ওনার মৃত্যুতে নির্বাচনী আমেজ অনেকটাই ভাটা পড়ে গেছে। প্রতিহিংসা নয় আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।
স্থানীয়রা জানান, ক্রীড়া অনুরাগী ও সংস্কৃতমনা শফিক মেম্বার খুবই সহজ-সরল একজন মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় চক পীরপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মৃত দেহের দাফন সম্পন্ন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে