প্রতিনিধি

সিলেট(কোতোয়ালী): সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের অফিস ও বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের মুন্সিপাড়ার কাউন্সিলর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক কাউন্সিলরের কার্যালয়, বাসা এবং তার অনুসারীদের বাসা ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, অন্তত ১৫ থেকে ২০ জন যুবক মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তারা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে এবং সার্টারে দা দিয়ে কুপিয়েছে। এ ছাড়াও আশপাশের অন্তত ২০টি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কাউন্সিলর লায়েক।
কাউন্সিলর বলেন, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। পুলিশও তাদের চিনতে পেরেছে। তারা হচ্ছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না এবং তাদের সহযোগীরা। ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন লায়েক।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুক্রবার রাতেই কাউন্সিলর লায়েক ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করেছেন।

সিলেট(কোতোয়ালী): সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের অফিস ও বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের মুন্সিপাড়ার কাউন্সিলর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক কাউন্সিলরের কার্যালয়, বাসা এবং তার অনুসারীদের বাসা ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, অন্তত ১৫ থেকে ২০ জন যুবক মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তারা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে এবং সার্টারে দা দিয়ে কুপিয়েছে। এ ছাড়াও আশপাশের অন্তত ২০টি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কাউন্সিলর লায়েক।
কাউন্সিলর বলেন, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। পুলিশও তাদের চিনতে পেরেছে। তারা হচ্ছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না এবং তাদের সহযোগীরা। ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন লায়েক।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুক্রবার রাতেই কাউন্সিলর লায়েক ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করেছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৬ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২৯ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩২ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে