Ajker Patrika

সিসিক নির্বাচন: জাপার মেয়র প্রার্থী বাবুলের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২২ মে ২০২৩, ২১: ২৯
সিসিক নির্বাচন: জাপার মেয়র প্রার্থী বাবুলের মনোনয়ন দাখিল

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুল মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার বিকেল ৩টায় সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের হাতে মনোনয়নপত্র জমা দেন। 

এদিকে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র দাখিল করবেন বলে তাঁর প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

এদিকে মনোনয়নপত্র দাখিল শেষে লাঙ্গল মার্কার প্রার্থী নজরুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন, ‘নগরবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে আমাকে মেয়র পদে নির্বাচিত করেন তাহলে ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্ল্যানের মাধ্যমে নান্দনিক নগরে রূপান্তরিত করব ইনশা আল্লাহ।’ 

তিনি বলেন, ‘নগরবাসী অতীতের মেয়রদের অপরিকল্পিত উন্নয়ন দেখেছেন। সরকার উন্নয়ন খাতে অনেক অর্থ বরাদ্দ করলেও সঠিক পরিকল্পনার অভাবে কোনো উন্নয়নের সুবিধা পাচ্ছেন না। আমি নির্বাচিত হলে নগরবাসীর চাহিদা পূরণে কাজ করব।’

জাতীয় পার্টিতে কোনো দ্বিধাবিভক্তি নেই, লাঙ্গলের বিজয় নিশ্চিতের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ দাবি করে বাবুল বলেন, ‘কোনো ধরনের ষড়যন্ত্র না হলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত ইনশা আল্লাহ।’

মনোনয়নপত্র দাখিলকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদসহ পার্টির বিপুলসংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত