প্রতিনিধি

কানাইঘাট (সিলেট): কানাইঘাটের একজন সফল লেবু চাষি ময়নুল হক। তাঁর বাগানের লেবু যায় দেশের বিভিন্ন বাজার ছাড়িয়ে বিদেশেও। এক সময়ের প্রান্তিক চাষি এখন লেবু বিক্রি থেকেই বছরে আয় করেন প্রায় ১০ লাখ টাকা। বাড়ির পাশেই সরকারি খাস খতিয়ান ভুক্ত ১২ একর জমিতে লেবু বাগান তাঁর।
কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সনাতন পুঞ্জি গ্রামের বাসিন্দা ময়নুল হক। মা, বাবা, স্ত্রী আর চার সন্তান নিয়ে তাঁর সংসার। কানাইঘাট বাজার থেকে সুরইঘাট বাজার হয়ে কিংবা চতুল বাজার থেকে বড়বন্দ বাজারে হয়ে ময়নুল হকের লেবু বাগানে যাওয়া যায়।
চার বছর আগে পাহাড়ি জমিতে লেবু চাষ শুরু করেন ময়নুল। বাগান থেকে প্রথম বছরই ৮০ হাজার টাকা এবং পরের বছর প্রায় ২ লাখ টাকার লেবু বিক্রি করেন তিনি। ময়নুল হকের বাগানের লেবু কানাইঘাট বাজার, হরিপুর বাজার, সিলেট নগরীতেও বিক্রি হচ্ছে। তাঁর কাছ থেকে লেবু কিনে বিদেশে রপ্তানি করছেন ব্যবসায়ীরা।
ময়নুল হক বলেন, বর্তমানে তাঁর লেবু বাগানে পাঁচ/ছয় জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। এই লেবু বাগান করতে তাঁর প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। চার/পাঁচ বছর পর এ বাগান থেকে প্রতি বছর ১৫ / ২০ লাখ টাকার লেবু বেচতে পারবেন বলে আশা করছেন ময়নুল। বর্তমানে তাঁর বাগানের রয়েছে জারা ও কাগজি লেবু।
ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা বলেন, ময়নুল হক লেবু চাষ করে এখন স্বাবলম্বী। তাঁর বাগানের লেবু স্থানীয় চাহিদা পূরণ করে এখন দেশের বাইরেও যাচ্ছে। আমি ব্রিটেনের হাট-বাজারে ময়নুলের লেবু বিক্রি হতে দেখে আমার খুব ভালো লেগেছে।

কানাইঘাট (সিলেট): কানাইঘাটের একজন সফল লেবু চাষি ময়নুল হক। তাঁর বাগানের লেবু যায় দেশের বিভিন্ন বাজার ছাড়িয়ে বিদেশেও। এক সময়ের প্রান্তিক চাষি এখন লেবু বিক্রি থেকেই বছরে আয় করেন প্রায় ১০ লাখ টাকা। বাড়ির পাশেই সরকারি খাস খতিয়ান ভুক্ত ১২ একর জমিতে লেবু বাগান তাঁর।
কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সনাতন পুঞ্জি গ্রামের বাসিন্দা ময়নুল হক। মা, বাবা, স্ত্রী আর চার সন্তান নিয়ে তাঁর সংসার। কানাইঘাট বাজার থেকে সুরইঘাট বাজার হয়ে কিংবা চতুল বাজার থেকে বড়বন্দ বাজারে হয়ে ময়নুল হকের লেবু বাগানে যাওয়া যায়।
চার বছর আগে পাহাড়ি জমিতে লেবু চাষ শুরু করেন ময়নুল। বাগান থেকে প্রথম বছরই ৮০ হাজার টাকা এবং পরের বছর প্রায় ২ লাখ টাকার লেবু বিক্রি করেন তিনি। ময়নুল হকের বাগানের লেবু কানাইঘাট বাজার, হরিপুর বাজার, সিলেট নগরীতেও বিক্রি হচ্ছে। তাঁর কাছ থেকে লেবু কিনে বিদেশে রপ্তানি করছেন ব্যবসায়ীরা।
ময়নুল হক বলেন, বর্তমানে তাঁর লেবু বাগানে পাঁচ/ছয় জন শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। এই লেবু বাগান করতে তাঁর প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। চার/পাঁচ বছর পর এ বাগান থেকে প্রতি বছর ১৫ / ২০ লাখ টাকার লেবু বেচতে পারবেন বলে আশা করছেন ময়নুল। বর্তমানে তাঁর বাগানের রয়েছে জারা ও কাগজি লেবু।
ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা বলেন, ময়নুল হক লেবু চাষ করে এখন স্বাবলম্বী। তাঁর বাগানের লেবু স্থানীয় চাহিদা পূরণ করে এখন দেশের বাইরেও যাচ্ছে। আমি ব্রিটেনের হাট-বাজারে ময়নুলের লেবু বিক্রি হতে দেখে আমার খুব ভালো লেগেছে।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৮ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১৩ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
২ ঘণ্টা আগে