হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক বাজার থেকে অকটেন কিনতে গিয়ে জাল নোটসহ দুজনকে আটক করে স্থানীয়রা। পর তাঁদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
আজ বুধবার দুপুরে উপজেলার শিবপাশা বাজার থেকে তাঁদেরকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪০ হাজার ২০০ টাকার জাল নোট উদ্ধারের পর তা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মো. মোস্তফা মিয়া (৪০) এবং একই গ্রামের ইমপান আরাফাত (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোস্তফা মিয়া ও ইমপান আরাফাত শিবপাশা বাজারে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করেন। কেনাকাটার একপর্যায়ে বাজারের জ্বালানি তেল ব্যবসায়ী মোজাফফর মিয়ার দোকানে গিয়ে এক লিটার অকটেন কিনে ১ হাজার টাকার নোট দেন মোস্তফা। নোটটি হাতে নিয়ে মোজাফফর মিয়া দেখেন নোটটি জাল। এ সময় মোজাফফর মিয়া তাঁদের নোটটি বদল করে দিতে বলেন।
মোস্তফা পুনরায় আরেকটি নোট আনতে বাইরে বের হয়ে যান। মোস্তফা মিয়া স্থানীয় না হওয়াতে তাঁর কথাবার্তায় সন্দেহ হয় মোজাফফর মিয়ার। পরে তাঁদেরকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ৪০ হাজার ২০০ টাকার জাল নোট।
শিবপাশা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, ‘অকটেন কেনার সময় তাদের জাল টাকাসহ আটক করেন স্থানীয়রা। বিষয়টি জানার পর আমি পুলিশকে অবগত করলে পুলিশ এসে তাঁদের কাছ থেকে ৪০টি হাজার টাকার এবং একটা দুইশো টাকার জাল নোটসহ তাঁদের আটক করে।’
আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, আটককৃত প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক বাজার থেকে অকটেন কিনতে গিয়ে জাল নোটসহ দুজনকে আটক করে স্থানীয়রা। পর তাঁদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
আজ বুধবার দুপুরে উপজেলার শিবপাশা বাজার থেকে তাঁদেরকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪০ হাজার ২০০ টাকার জাল নোট উদ্ধারের পর তা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মো. মোস্তফা মিয়া (৪০) এবং একই গ্রামের ইমপান আরাফাত (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মোস্তফা মিয়া ও ইমপান আরাফাত শিবপাশা বাজারে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করেন। কেনাকাটার একপর্যায়ে বাজারের জ্বালানি তেল ব্যবসায়ী মোজাফফর মিয়ার দোকানে গিয়ে এক লিটার অকটেন কিনে ১ হাজার টাকার নোট দেন মোস্তফা। নোটটি হাতে নিয়ে মোজাফফর মিয়া দেখেন নোটটি জাল। এ সময় মোজাফফর মিয়া তাঁদের নোটটি বদল করে দিতে বলেন।
মোস্তফা পুনরায় আরেকটি নোট আনতে বাইরে বের হয়ে যান। মোস্তফা মিয়া স্থানীয় না হওয়াতে তাঁর কথাবার্তায় সন্দেহ হয় মোজাফফর মিয়ার। পরে তাঁদেরকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ৪০ হাজার ২০০ টাকার জাল নোট।
শিবপাশা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, ‘অকটেন কেনার সময় তাদের জাল টাকাসহ আটক করেন স্থানীয়রা। বিষয়টি জানার পর আমি পুলিশকে অবগত করলে পুলিশ এসে তাঁদের কাছ থেকে ৪০টি হাজার টাকার এবং একটা দুইশো টাকার জাল নোটসহ তাঁদের আটক করে।’
আজমিরীগঞ্জ থানার (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, আটককৃত প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে