হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে হত্যা মামলাসহ ১৬টি মামলার আসামি ‘কুখ্যাত ডাকাত সর্দার’ জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ সিপিসি-৩-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জালাল মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ভোররাতে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় কৌশলে পালিয়ে যায় স্প্রিং জালাল। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। ডাকাতদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এই ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে ৬ ফেব্রুয়ারি ভোরে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর এলাকায় জয়নাল মিয়ার বাসায় অভিযান চালায়। অভিযানের সময় স্প্রিং জালালসহ চার ডাকাতকে আটক করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে আহত হন জালাল। পরে তাঁকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
অবশেষে র্যাবের সফল অভিযানে তিনি আবারও গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারের পর তাঁকে হবিগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
হবিগঞ্জে হত্যা মামলাসহ ১৬টি মামলার আসামি ‘কুখ্যাত ডাকাত সর্দার’ জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ সিপিসি-৩-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জালাল মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ভোররাতে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় কৌশলে পালিয়ে যায় স্প্রিং জালাল। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। ডাকাতদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এই ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে ৬ ফেব্রুয়ারি ভোরে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাউছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর এলাকায় জয়নাল মিয়ার বাসায় অভিযান চালায়। অভিযানের সময় স্প্রিং জালালসহ চার ডাকাতকে আটক করা হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করলে আহত হন জালাল। পরে তাঁকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে কৌশলে পালিয়ে গিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
অবশেষে র্যাবের সফল অভিযানে তিনি আবারও গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারের পর তাঁকে হবিগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব।
রাজশাহীতে এক ব্যক্তির ৬৮ বছর আগে কেনা জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই এলাকার একটি প্রভাবশালী মহল ওই জমিতে ইট-বালু ফেলে সীমানাপ্রাচীর নির্মাণ শুরু করেছেন। ভুক্তভোগী ব্যক্তিকে দেওয়া হচ্ছে হুমকিও।
১ ঘণ্টা আগে‘জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি, সিলেট’র গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্ষমতার জোরে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের বিরুদ্ধে। সদস্যরা বলছেন, সমিতির বাইরের লোকজন দিয়ে আট সদস্যের ‘মনগড়া’ এই কমিটির আহ্বায়ক ডিসি নিজেই।
১ ঘণ্টা আগেনেত্রকোনার আটপাড়ায় নিয়মবহির্ভূতভাবে সারের সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষকের নাম নুরুল আমিন তালুকদার। তিনি উপজেলার সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগেনরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে