Ajker Patrika

সিলেটে সার্ভার হ্যাক করে ভুয়া টিকার ম্যাসেজ

প্রতিনিধি, সিলেট
সিলেটে সার্ভার হ্যাক করে ভুয়া টিকার ম্যাসেজ

সিলেটে সার্ভার হ্যাক করে প্রায় দুই শতাধিক মানুষকে করোনার টিকার প্রথম ডোজের জন্য মোবাইলে ম্যাসেজ পাঠিয়েছে একটি চক্র। গত শুক্রবার দিবাগত রাতে কোন একসময় সার্ভার হ্যাক করে মোবাইলে ম্যাসেজ পাঠানো হয়েছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

এ ঘটনায় গতকাল রোববার সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে কে বা কারা এ কাজ করেছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

ড. জাহিদুল বলেন, শুক্রবার রাতে সার্ভার হ্যাক করে দেড় থেকে দুই শত মানুষকে টিকা গ্রহণের ম্যাসেজ পাঠানো হলে শনিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাকেন্দ্রে কিছু মানুষ টিকা নিতে জড়ো হন। কিন্তু তাঁদের কাউকে টিকা দেওয়া হয়নি। আগের রাতে হ্যাক হলেও শনিবার সকালে বিষয়টি ধরা পড়ার পর পর ঢাকায় অবগত করে আইডি বন্ধ করে নতুন আইডি চালু করা হয় বলেও জানান তিনি। 

ডা. জাহিদুল ইসলাম বলেন, একই সার্ভার দিয়ে বেশ কয়েক জায়গায় বসে কাজ হয়। এ জন্য হয়তো কোনভাবে কিছু হতে পারে। তবে চক্রটি শনাক্ত করতে চেষ্টা চলছে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত চলছে। কারা এটা করেছে তা বের করার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত