নিজস্ব প্রতিবেদক, সিলেট ও শাবিপ্রবি প্রতিনিধি

বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘটের মধ্যে এবং পথে পথে নানা পেরিয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা। আজ শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তাঁরা।
এই সমাবেশ ঘিরে দলের নেতা-কর্মীদের উত্তেজনা আছে, তেমনি সমাবেশের কারণে কড়াকড়িতে যাতায়াতসহ নানা ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন সিলেট বিভাগের বাসিন্দারা। অন্য সমাবেশগুলোর মতোই সিলেটেও সকাল থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ আসছে।
মাধব কর্মকার নামের এক যুবক ক্ষোভের সঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক দলের সমাবেশের জন্য আমাদের ভোগান্তি কেন? এটা কেমন কথা। ইন্টারনেট ছাড়া অফিশিয়াল কোনো কাজ করতে পারছি না।’
অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো সিলেটের মঞ্চেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য প্রতীকী চেয়ার রাখা হয়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া প্যারোলে কারাগার থেকে মুক্তি পেলেও রাজনীতি থেকে দূরে রয়েছেন।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি মঞ্চের মাঝখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য। এই চেয়ারের দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্য নেতাদের চেয়ার রাখা হয়েছে।
‘নেতা-কর্মীদের সমাবেশে আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে’ অভিযোগ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দুপুরের পর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তখন খালেদা জিয়ার চেয়ারটি ফাঁকা থাকবে। দলীয় চেয়ারপারসনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই চেয়ার রাখা হয়েছে।’
সমাবেশে মোট ৫৬ জন বক্তা বক্তব্য রাখবেন বলে জানান তিনি।

বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘটের মধ্যে এবং পথে পথে নানা পেরিয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা। আজ শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তাঁরা।
এই সমাবেশ ঘিরে দলের নেতা-কর্মীদের উত্তেজনা আছে, তেমনি সমাবেশের কারণে কড়াকড়িতে যাতায়াতসহ নানা ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন সিলেট বিভাগের বাসিন্দারা। অন্য সমাবেশগুলোর মতোই সিলেটেও সকাল থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ আসছে।
মাধব কর্মকার নামের এক যুবক ক্ষোভের সঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক দলের সমাবেশের জন্য আমাদের ভোগান্তি কেন? এটা কেমন কথা। ইন্টারনেট ছাড়া অফিশিয়াল কোনো কাজ করতে পারছি না।’
অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো সিলেটের মঞ্চেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য প্রতীকী চেয়ার রাখা হয়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া প্যারোলে কারাগার থেকে মুক্তি পেলেও রাজনীতি থেকে দূরে রয়েছেন।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি মঞ্চের মাঝখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য। এই চেয়ারের দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্য নেতাদের চেয়ার রাখা হয়েছে।
‘নেতা-কর্মীদের সমাবেশে আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে’ অভিযোগ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দুপুরের পর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তখন খালেদা জিয়ার চেয়ারটি ফাঁকা থাকবে। দলীয় চেয়ারপারসনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই চেয়ার রাখা হয়েছে।’
সমাবেশে মোট ৫৬ জন বক্তা বক্তব্য রাখবেন বলে জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
৫ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে